৬ গোল দিয়ে ক্লাব বিশ্বকাপের নকআউটে ম্যানসিটি প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২৫ ইংলিশ প্রিমিয়ার লিগে কিংবা উয়েফা চ্যাম্পিয়নস লিগে ব্যর্থতার হতাশা ক্লাব বিশ্বকাপে ভুলিয়ে দেওয়ার পণ করেই যেন নেমেছে ম্যানচেস্টার সিটি। সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-আইনকে গুনে গুনে ৬ গোল দিয়ে নকআউট পর্বে পৌঁছে গেছে পেপ গার্দিওলার শিষ্যরা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ওয়াইদাদ এসিকে ২-০ গোলে হারিয়েছিল সিটি। ক্লাব বিশ্বকাপের ‘জি’ গ্রুপে আল-আইনকে ৬-০ গোলে বিধ্বস্ত করার ম্যাচে সিটি পরিবর্তন আনে ১১টি! সিটির স্কোয়াড কত গভীর সেটিই প্রমাণ দেয় এই পরিবর্তনের। বাংলাদেশ সময় আজ সোমবার সকালে শেষ হওয়া ম্যাচটিতে শুরু থেকেই আল-আইনের ওপর ছড়ি ঘোড়াতে শুরু করে সিটি। অষ্টম মিনিটে প্রথম গোল আদায় করে ম্যানচেস্টারের ক্লাবটি। বাঁ পায়ে গোলকিপারের ওপর দিয়ে বল জালে জড়ান অভিজ্ঞ ইলকায় গুনদোয়ান। প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পেয়ে প্রথম গোলের স্বাদ পান ক্লাউদিয়া এচেভেররিও। ২৭ মিনিটে নিখুঁত এক বাঁকানো ফ্রি-কিক থেকে গোল আদায় করেন ১৯ বছর বয়সী আর্জেন্টাইন এই উইঙ্গার। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল দিয়ে ব্যবধান ৩-০ করেন আর্লিং হল্যান্ড। ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হালি পূর্ণ করেন গুনদোয়ান। পরের দুই গোল করেন বদলি নামা দুই তরুণ ওস্কার বব ও হায়ান শেহকি। ৮৪তম মিনিটে রদ্রির পাসে বক্সে ঢুকে দারুণ কারিকুরি করে আচমকা শটে গোল দেন ২১ বছরের বব। আর ৮৯তম মিনিটে গড়ানো শটে গোল দেন শেহকি। এদিকে, এই গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসও। ওয়াইদাদ এসিকে ৪-১ গোলে হারিয়েছে তারা। আগামী বৃহস্পতিবার গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে নামবে সিটি ও জুভেন্টাস। SHARES ফুটবল বিষয়: গার্দিওলারসিটিস্কোয়াড