রাজধানীতে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ দম্পতি গ্রেফতার

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২৫

রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে দুই দম্পতিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাদের কাছ থেকে ৬০ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনে ব্যবহার করা দু’টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় লালবাগ থানা এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের দুই নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মো: শফিক চৌধুরী (৩১) ও তার স্ত্রী জয়নব আক্তার (২৫) এবং কবির হোসেন (৩০) ও তার স্ত্রী মোসা. চাদনী আক্তার (৩০)।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় রাজধানীর লালবাগ থানা এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের দুই নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত দু’টি প্রাইভেটকার তল্লাশি করে ৬০ কেজি গাঁজা ও অবৈধ মাদক বিক্রির নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়। এসময় প্রাইভেটকার দু’টিও জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করছিলেন। তাদের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

সূত্র : বাসস