সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন নুর

প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২৫

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। শনিবার (৪ অক্টোবর)  সন্ধ্যায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

দলীয় সূত্র জানায়, নুরের আগমনে গণঅধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে রাজধানীর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে তিনি নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় এক রাজনৈতিক কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার শিকার হয়ে নুরুল হক নুর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য গত মাসে তিনি সিঙ্গাপুরে যান।