লক্ষ্মীপুরে ১০ হাজার টাকায় একটি ইলিশ প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫ লক্ষ্মীপুরের রামগতিতে জেলেদের জালে ধরা পড়েছে তিন কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বিশাল ইলিশ। এই একটি ইলিশ নিলামে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার রামগতি মাছঘাটে হেলাল ব্যাপারীর আড়তে অনুষ্ঠিত নিলামে স্থানীয় ব্যবসায়ী অজি উল্যাহ ব্যাপারী সর্বোচ্চ দর দিয়ে মাছটি ক্রয় করেন। এর আগে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের জেলে মফিজ মাঝির জালে সাগরে মাছ ধরার সময় ধরা পড়ে বড় ইলিশটি। মফিজ মাঝি জানান, তিন দিন আগে ১০ জন জেলেকে সঙ্গে নিয়ে তিনি সাগরে মাছ শিকারে যান। বৃহস্পতিবার রাতে জাল তোলার সময় তাদের জালে ওই বড় ইলিশ ধরা পড়ে। পরে মাছটি আড়তে এনে বিক্রির জন্য উঠানো হলে ১০ হাজার টাকায় তা বিক্রি হয়। স্থানীয় ব্যবসায়ী মুসা আহম্মেদ হিমু বলেন, ‘অভিযানের শেষ দিনে এমন বড় ইলিশ ধরা পড়ায় আমরা সবাই আনন্দিত। মাছটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। মফিজ মাঝি ওই বড় ইলিশসহ প্রায় আড়াই লক্ষ টাকার মাছ বিক্রি করেছেন।’ আড়তদার হেলাল ব্যাপারী বলেন, ‘মফিজ মাঝি আমার আড়তে সাগর থেকে ধরা বড় ইলিশসহ অনেক মাছ নিয়ে আসেন। এর মধ্যে এই ইলিশটির দাম ওঠে ১০ হাজার টাকা। পরে সর্বোচ্চ দরদাতা অজি উল্যাহ ব্যাপারী মাছটি কেনেন। এর আগে এক ইলিশের এমন দাম ওঠতে দেখিনি।’ অজি উল্যাহ ব্যাপারী বলেন, ‘আমি ইলিশটি ১০ হাজার টাকায় কিনেছি। মাছটি ঢাকার মোকামে পাঠাবো। আশা করছি সেখানে ১৪-১৫ হাজার টাকায় বিক্রি করতে পারব। এমন বড় ইলিশ সচরাচর দেখা যায় না, আর ঢাকায় বড় ইলিশের চাহিদা সবসময়ই বেশি।’ SHARES বিচিত্র-সংবাদ বিষয়: লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রামগতিতে জেলেদের জালে ধরা পড়েছে তিন কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বিশাল ইলিশ। এই একটি ইলিশ নিলামে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার রামগতি মাছঘাটে হেলাল ব্যাপারীর আড়তে অনুষ্ঠিত নিলামে স্থানীয় ব্যবসায়ী অজি উল্যাহ ব্যাপারী সর্বোচ্চ দর দিয়ে মাছটি ক্রয় করেন। এর আগে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের জেলে মফিজ মাঝির জালে সাগরে মাছ ধরার সময় ধরা পড়ে বড় ইলিশটি। মফিজ মাঝি জানান, তিন দিন আগে ১০ জন জেলেকে সঙ্গে নিয়ে তিনি সাগরে মাছ শিকারে যান। বৃহস্পতিবার রাতে জাল তোলার সময় তাদের জালে ওই বড় ইলিশ ধরা পড়ে। পরে মাছটি আড়তে এনে বিক্রির জন্য উঠানো হলে ১০ হাজার টাকায় তা বিক্রি হয়। স্থানীয় ব্যবসায়ী মুসা আহম্মেদ হিমু বলেন, ‘অভিযানের শেষ দিনে এমন বড় ইলিশ ধরা পড়ায় আমরা সবাই আনন্দিত। মাছটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। মফিজ মাঝি ওই বড় ইলিশসহ প্রায় আড়াই লক্ষ টাকার মাছ বিক্রি করেছেন।’ আড়তদার হেলাল ব্যাপারী বলেন, ‘মফিজ মাঝি আমার আড়তে সাগর থেকে ধরা বড় ইলিশসহ অনেক মাছ নিয়ে আসেন। এর মধ্যে এই ইলিশটির দাম ওঠে ১০ হাজার টাকা। পরে সর্বোচ্চ দরদাতা অজি উল্যাহ ব্যাপারী মাছটি কেনেন। এর আগে এক ইলিশের এমন দাম ওঠতে দেখিনি।’ অজি উল্যাহ ব্যাপারী বলেন, ‘আমি ইলিশটি ১০ হাজার টাকায় কিনেছি। মাছটি ঢাকার মোকামে পাঠাবো। আশা করছি সেখানে ১৪-১৫ হাজার টাকায় বিক্রি করতে পারব। এমন বড় ইলিশ সচরাচর দেখা যায় না, আর ঢাকায় বড় ইলিশের চাহিদা সবসময়ই বেশি।’