কেনিয়ার ভূমিধসে প্রায় ২১ জনের প্রাণহানি ঘটে এবং নিখোঁজের সংখ্যা ৩০ জনেরও বেশি

প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২৫

কেনিয়ার পশ্চিমাঞ্চলে শনিবার ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ২১ জন নিহত এবং ৩০ জনেরও বেশি এখনও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।দেশটির পশ্চিমাঞ্চলের মারাকওয়েট পূর্বে রাতে ভয়াবহ এ ভূমিধসের  ঘটনা ঘটে।

কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন এক্স-এ লিখেছেন, ‘মর্মান্তিক এই ভূমিধসের ঘটনায় ২১ জন নিহত এবং ৩০ জনেরও বেশি লোক এখনও নিখোঁজ রয়েছে।’ উদ্ধার তৎপরতা জোরদারে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। দুর্গত এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবক ও রেড ক্রস সদস্যরাও সহায়তা করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী এক্স-এ এক বিবৃতিতে আরও বলেন, ‘ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যার কারণে সেসব এলাকায় পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।’