প্রতারণার অভিযোগে কিউকমের সিইওকে আইনি নোটিশ প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৪ গ্রাহকের কাছ থেকে মোটরসাইকেলের মূল্য বাবদ তিন লাখ ৯১৩ টাকা নিয়ে মোটরসাইকেল না দেওয়ায় প্রতারণার অভিযোগ এনে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রিপন মিয়ার প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে। গতকাল রোববার (২৪ মার্চ) আব্দুল্লাহ আল মামুন নামে এক গ্রাহকের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, নোটিশদাতা অনলাইন প্ল্যাটফর্মে কিউকমের বিজ্ঞাপন দেখে ২০২১ সালের ২১ জুন তিনটি মোটরসাইকেল অর্ডার করেন এবং মোটরসাইকেলের মূল্য বাবদ প্রতিষ্ঠানটিকে তিন লাখ ৯১৩ টাকা পরিশোধ করেন। কিন্তু প্রতিষ্ঠানটি এক মাসের মধ্যে পণ্য ডেলিভারির কথা থাকলেও অদ্যাবধি অর্ডার করা মোটরসাইকেল দিতে পারেনি। কিউকম লিমিটেডের সিইও আরও বহু গ্রাহকের কাছ থেকে এভাবে প্রতারণামূলকভাবে টাকা নিয়ে প্রতারণা করেছেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে প্রতিশ্রুত বিজ্ঞাপন অনুযায়ী তিনটি মোটরবাইক অথবা ক্ষতিপূরণসহ এর মূল্য বুঝিয়ে দিতে বলা হয়েছে। অন্যথায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারা এবং অনলাইন প্ল্যাটফর্মে ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। SHARES আইন আদালত বিষয়: নোটিশপ্রতারণাসিইও