বিশ্বরঙের ঈদ আয়োজন প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৪ ঈদ উৎসবের আনন্দের রঙে বাড়তি মাত্রা যোগ করতে ফ্যাশন হাউস বিশ্বরঙ এনেছে দেশীয় কাপড়ের পোশাক। ট্রেন্ডি এবং ট্র্যাডিশনাল লুকের উপস্থাপন থাকছে পোশাকে। ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের হাতে তৈরি ঐতিহ্যবাহী পোশাকে ব্যবহৃত নকশার অনুপ্রেরণায় সাজানো হয়েছে বিশেষ এই কালেকশন। ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নিজ হাতে তৈরি পোশাক দিনে দিনে প্রায় বিলুপ্তির পথে। তাই তাদের নিজস্ব সৃষ্টিশীলতাকে নাগরিক জীবনে পৌছে দেওয়ার উদ্দেশ্যে নিয়েই পোশাকে থাকছে এসব নকশা। আবহাওয়ার কথা মাথায় রেখে আরামদায়ক কাপড় যেমন সুতি, ধুপিয়ান সিল্ক, তসর সিল্ক, লিলেন, কাতান, জ্যাকার্ড কাপড় ব্যবহার করা হয়েছে। কাজের মাধ্যম হিসেবে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক, ডিজিটাল প্রিন্ট, মেশিন এমব্রয়ডারি, কম্পিউটার এমব্রয়ডারি, হ্যান্ড এমব্রয়ডারি, কারচুপি, নকশীকাঁথা, জারদৌসীসহ মিশ্র মাধ্যমের বিভিন্ন কৌশল। SHARES লাইফস্টাইল বিষয়: