মস্কোতে সন্ত্রাসী হামলার চার সন্দেহভাজন আদালতে

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৪

রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে ক্রোকাস সিটি কনসার্ট হলে হামলায় সন্দেহভাজন চারজনকে আদালতে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।

মস্কোর বাসমানি জেলা আদালত চারজনকে হাজির করা হয়। তারা হলেন দালর্দজন মিরজোয়েভ (৩২), সাইদাক্রমি রাচাবালিজোদা (৩০), শামসিদিন ফরিদুনি (২৫) এবং মুহাম্মাদসোবির ফয়জভ (১৯)।

তাদের সবাই তাজিকিস্তানের নাগরিক। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মাধ্যমে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। এই অপরাধে রাশিয়ার আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। সোমবার আদালতে হাজিরের পর তাদের সবাইকে ২২ মে পর্যন্ত প্রাক-বিচার হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস আদালতের কর্মকর্তাদের বরাত দিয়ে বলেছে, মিরজোয়েভ এবং রাচাবালিজোদা অভিযুক্ত হওয়ার পর হামলার জন্য দোষ স্বীকার করেছেন।