মস্কোয় কনসার্টে হামলা: এখনও নিখোঁজ ৯৫

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৪

মস্কোয় কনসার্টে বন্দুক হামলা ও বিস্ফোরণের ঘটনা এক সপ্তাহে গড়ালেও এখনও নিখোঁজ রয়েছেন ৯৫ জন। তাদের নামের তালিকা নিহত বা আহতদের তালিকাতেও নেই। নিখোঁজ এসব আত্মীয় স্বজনদের সঙ্গে ঠিক কী ঘটেছে তা জানতে ছুটোছুটি করছেন তারা। বুধবার (২৭ মার্চ) এই তথ্য প্রকাশ করেছে একটি রুশ বার্তা সংস্থা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ক্রোকাস সিটি হলের হামলায় সরকারিভাবে ১৪০ জন নিহত এবং আরও ১৮২ জন আহত হওয়ার রেকর্ড নথিভুক্ত করা হয়েছে।

তবে বাজা নিউজ সার্ভিস জানিয়েছে, নিখোঁজ আত্মীয়-স্বজনদের সম্পর্কে মানুষের আবেদনের ভিত্তিতে জরুরি পরিষেবা যে তালিকা তৈরি করেছে সেখানে আরও ৯৫ জন মানুষের নাম রয়েছে। সংস্থাটির রাশিয়ার নিরাপত্তা ও আইন প্রয়োগ বিষয়ক কর্তৃপক্ষের সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ‘এই তালিকায় এমন মানুষ রয়েছেন যাদের সঙ্গে সন্ত্রাসি হামলার পর থেকে তাদের আত্মীয়রা আর যোগাযোগ করতে পারেনি। তবে আহত বা নিহতদের তালিকায় তাদের নাম নেই।

বাজা বলেছে, ‘এরমধ্যে কিছু মানুষ নিহতও হয়েছে। তবে এখনও তাদের পরিচয় জানা যায়নি।’