গরমের ঈদ, পুরুষের নজর আরামদায়ক পোশাকে

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৪

এবার রোজার ঈদ এপ্রিলের মাঝামাঝিতে অর্থাৎ চৈত্রের শেষ দিকে, যে সময়কে বছরের সবচেয়ে উষ্ণতম সময় ধরা হয়। আর গরমের বিষয়টি মাথায় রেখে আরামদায়ক পোশাকেও এবার নজর রাখছেন পুরুষরা। বিক্রেতারাও নিয়ে এসেছেন আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক।

রাজধানীর অভিজাত বিপণিবিতান বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, শাহবাগের আজিজ সুপার মার্কেট ও মিরপুরের বিভিন্ন বিপণিবিতান ঘুরে ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে জানা গেল, তীব্র গরমে স্বস্তি পেতে ক্রেতাদের ভরসা এবার সুতি কাপড়ে।

আজিজ সুপার মার্কেটে বার্ডস আই থেকে সুতির পাঞ্জাবি পছন্দ করতে দেখা গেল আরাফাত রহমানকে। তিনি বলেন, গরমের কারণেই তার এই পছন্দ। এর আগে তিনি মিরপুর-১ নম্বরের ইনফিনিটি ব্র্যান্ড থেকে টি-শার্ট আর ধানমন্ডির নওয়ার নামের একটি দেশিয় ব্র্যান্ড থেকে কিছু কেনাকাটা করেছেন।

“এবার ঈদে ঘটা করে বাজার করা হয়নি। কাজের ফাঁকে ফাঁকে একেক দিন একেক মার্কেট থেকে কিছু কেনাকাটা করেছি।”

তবে এবার অন্যান্যবারের চেয়ে পোশাকের দাম তার কাছে বেশি মনে হয়েছে। যে পাঞ্জাবি তিনি গেল বছর ১৪০০ টাকায় কিনেছেন, সেটা এবার ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে, বলেন তিনি।

“এবার দেশি ব্র্যান্ডগুলো ভালো ভালো ডিজাইন নিয়ে এসেছে। কিন্তু গলাকাটা দাম। থ্রি পিসের ক্ষেত্রে একই পরিস্থিতি। অন্যান্য বছর আড়াই থেকে তিন হাজার টাকায় যেসব থ্রিপিস পাওয়া যেত সেগুলো এবার চার হাজার থেকে সাড় চার হাজার টাকায় বিক্রি হচ্ছে।”