অবশেষে গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্নপূরণে এক ধাপ এগোলেন ফাহাদ প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৪ ২০১৯ সালে আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন ফাহাদ রহমান। এরপর ৫ বছরের সাধনায় আজ গ্র্যান্ডমাস্টার হওয়ার প্রথম নর্ম অর্জন করতে পেরেছেন। ভিয়েতনামে হ্যানয় গ্র্যান্ড মাস্টার-৩ দাবা নবম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে নর্ম অর্জন করেন। নবম বা শেষ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ভিয়েতনামের ফিদে মাস্টার বান গিয়া হাইকে হারিয়ে নর্ম নিশ্চিত করেন। সাত পয়েন্ট নিয়ে ফিলিপাইনের আন্তর্জাতিক মাস্টার কুইজন ডানিয়েলের সঙ্গে যুগ্মভাবে শীর্ষ স্থান অর্জন করেছেন ফাহাদ। নর্ম অর্জন করতে ন্যুনতম সাত পয়েন্ট লাগে, আজ তা করতে পেরেছেন বাংলাদেশি দাবাড়ু। এর আগে অনেক চেষ্টা করেও নর্ম অর্জন করতে পারেননি ফাহাদ। কাছাকাছি গিয়েও সফল হওয়া হয়নি। এবার আর ভাগ্য তাকে ফেরায়নি। নর্ম অর্জন করে ফাহাদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এটা স্বপ্নের মতো। অনেক সাধনার পর প্রথম নর্ম অর্জন হলো। এর জন্য আমার পরিবার সহ নিজেকেও ধন্যবাদ দিচ্ছি। পরিবারের চেষ্টা ও আমার সাধনায় আজ সফল হলাম। এই বছর চেষ্টা করবো গ্র্যান্ডমাস্টার হওয়ার বাকি দুই নর্ম অর্জনে। আশা করি তা পারবো।’ SHARES অন্যান্য বিষয়: অর্জনমাস্টার