কাবা শরীফে সবার নজর কেড়েছেন ৮ ফুট লম্বা হাজি, ভিডিও ভাইরাল প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৪ পবিত্র কাবা শরীফে সবার নজর কেড়েছেন প্রায় ৮ ফুট লম্বা এক হাজি। কাবায় উপস্থিত অন্যান্য মুসল্লিদেরকে ঐ ব্যক্তির ছবি ও ভিডিও ধারণ করতে দেখা গেছে। পরে বিভিন্ন সামাজিক মাধ্যমে তা ভাইরাল হয়েছে। অস্বাভাবিক লম্বা এই হাজির পরিচয় জানা না গেলেও শারীরিক গঠন দেখে বোঝা যাচ্ছে, তিনি আফ্রিকার কোনো একটি দেশের নাগরিক হবেন। সৌদির স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, তিনি বিশ্বের অন্যতম লম্বা একজন ব্যক্তি। ভিডিওতে ঐ ব্যক্তিকে কাবা শরীফ তাওয়াফসহ হজের অন্যান্য কার্যাদি সম্পন্ন করতে দেখা গেছে। মক্কা মুনাওয়ারায় তাকে নিয়ে যে অন্যান্য মুসল্লিদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে, তা বোঝা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও থেকে। অনেকেই তার ভিডিও ফেসবুক, এক্সসহ অন্যান্য মাধ্যমে প্রকাশ করেছেন। সেখানে নেটিজেনরা ঐ হাজিকে শুভকামনা জানান। SHARES আন্তর্জাতিক বিষয়: মক্কামাধ্যমেহাজি