কেজরিওয়ালকে ১৫ এপ্রিল পর্যন্ত কারাগারে পাঠানোর নির্দেশ প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৪ ভারতে আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় এবার জেলে পাঠানো হলো দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালকে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত তাকে জেল হেফাজতে থাকতে হবে। সোমবার (১ এপ্রিল) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে নেওয়া হয় কেজরিওয়ালকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পক্ষ থেকে এদিন কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে চাওয়া হয়নি। এই মুহূর্তে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে উল্লেখ করেছেন ইডির আইনজীবী এস ভি রাজু। এরপর পরই কেজরিওয়ালকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক কাবেরী বাজেওয়া। আদালতের নির্দেশের পরেই দিল্লির মুখ্যমন্ত্রীকে তিহার জেলে নিয়ে যাওয়া হয়েছে। তবে, কারা হেফাজতে পাঠানোর আগে স্ত্রী সুনিতা কেরজিওয়াল ও মন্ত্রী আতীশি ও সৌরভ ভরদ্বাজের সঙ্গে দেখা করার অনুমতি দেয় আদালত। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয় কেজরিওয়ালকে। তাকে এই মামলায় মোট নয়বার সমন পাঠিয়েছিল কমিশন। কিন্তু, তিনি একবারের জন্যও হাজিরা দেননি। এরপরই ২১ মার্চ সন্ধ্যায় তার বাসভবনে তল্লাশি চালায় ইডি। ঘণ্টাদুয়েকের জিজ্ঞাসাবাদ পর্ব শেষে গ্রেফতার করা হয় অরবিন্দ কেজরিওয়ালকে। এরইমধ্যে অবশ্য ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। আগামী ৪ এপ্রিল মামলার পরবর্তী শুনানি রয়েছে। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে তার গ্রেফতারকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন কেজরিওয়াল। তার গ্রেফতারের প্রতিবাদে দিল্লিজুড়ে বিক্ষোভ চলছে। এমনকি জার্মানি, আমেরিকা ও জাতিসংঘের পক্ষ থেকেও উদ্বেগ জানানো হয়েছে। SHARES আন্তর্জাতিক বিষয়: কেজরিওয়ালজেলদুর্নীতি