জয়ের বিদায়ে ভাঙল শুরুর জুটি

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৪

জয়কে ফিরিয়ে জুটি ভাঙলেন জায়াসুরিয়া

মধ্যাহ্ন বিরতির পর বেশিক্ষণ টিকতে পারলেন না মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় ওভারেই অহেতুক শট খেলার চেষ্টায় বোল্ড হয়ে ফিরলেন তরুণ ওপেনার।

প্রাবাথ জায়াসুরিয়ার জোরের ওপর করা আর্ম ডেলিভারি মিডল স্টাম্পের ওপর থেকে কাট খেলার চেষ্টা করেন জয়। কিন্তু সময়মতো ব্যাট নামাতে পারেননি। তাতেই বিপত্তি। এলোমেলো হয় স্টাম্প।

৩ চারে ৩২ বলে ২৪ রান করে ফিরেছেন জয়। সিরিজে এটিই তার সর্বোচ্চ। ৪ ইনিংসে তার সংগ্রহ সাকুল্যে ৫৭ রান।

১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩৮ রান। তিন নম্বরে নেমেছেন নাজমুল হোসেন শান্ত। ২৭ বলে ১২ রানে খেলছেন জাকির হাসান।