অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও একটি হ্যাটট্রিক ফারিহার প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৪ মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখিয়েছেন মাগুরার মেয়ে ফাহিমা খাতুন। এরপর ২০২২ সালে ফারিহা ইসলাম তৃষ্ণা দ্বিতীয় ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করেন। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আরও একটি কীর্তি গড়লেন তিনি। প্রথম বাংলাদেশি ও বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিকের মালিক হলেন তিনি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। পুরো সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর আরও একটি সিরিজ হারের চোখ রাঙানি দিচ্ছে তাদের। আগে ব্যাটিং করে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে। বোলিংয়ে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন ফারিহা। তরুণ এই পেসারের অভিষেক হয়েছিল ২০২২ সালের এশিয়া কাপে। সিলেটে অনুষ্ঠিত ওই ম্যাচে অভিজ্ঞ পেসার জাহানারার কাছ থেকেই অভিষেক ক্যাপ পেয়েছিলেন। মালয়েশিয়ার বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিকে রাঙিয়েছিলেন তিনি। মঙ্গলবার আরও একটি কীর্তি গড়েছেন তিনি। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিকের একমাত্র মালিক তিনিই। বিশ্বে আরও দুইজনের এই কীর্তি আছে। হংকংয়ের ক্যারি চান ও উগান্ডার কনস্যুলেট আওয়েকোর দুই ম্যাচে হ্যাটট্রিক করার কীর্তি আছে। SHARES ক্রিকেট বিষয়: অস্ট্রেলিয়াফারিহার