খাগড়াছড়িতে ঈদের আগে আগুনে পুড়ল ২৫ দোকান প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২৪ খাগড়াছড়ির দীঘিনালায় মেরুং বাজারে আগুন লেগে পুড়ে গেছে অন্তত ২৫টি দোকান। দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া বলেন, বুধবার রাত সাড়ে ৩টার দিকে বাজারের পানির হাউস এলাকায় আগুন লাগার খবর পান তারা। একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়, পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে অন্তত ২৫ দোকান পুড়ে ছাই হয়ে যায়।আগুন নেভাতে স্থানীয়রাও ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কাজ করেছেন বলে জানান তিনি। বাজারের ব্যবসায়ীদের বরাত দিয়ে ফায়ার স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া বলেন, “আগুনে তাদের অন্তত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।“ SHARES জাতীয় বিষয়: আগুনেঈদখাগড়াছড়ি