পাকিস্তানে বন্ধ টুইটার, কারণ জানাল সরকার

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৪

জাতীয় নিরাপত্তার স্বার্থে চলিত বছরের ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার (বর্তমানে এক্স) বন্ধ রয়েছে। মূলত দেশেটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পার্টি কর্তৃক দেশব্যাপী বিক্ষোভের ডাক দেয়ার পর থেকেই দেশটির নাগরিকেরা এক্স ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন।প্ল্যাটফর্মটি এখনো ব্যবহারকারীরা ব্যবহার করতে পারছেন না। যদিও এ বিষয়ে কিছুই জানায়নি দেশেটির সরকার। সম্প্রতি কোর্ট ফাইলিংয়ের সময় এই বিভ্রাট শিকার করেছে পাকিস্তান সরকার।এদিন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট আইনের সঙ্গে খাপ খেতে ব্যর্থ হয়েছে এক্স। পাশাপাশি এই প্ল্যাটফর্মের অপব্যবহার হতে পারে সমাজে। যে কারণে প্ল্যাটফর্মটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদিও এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, এক্স প্ল্যাটফর্ম পাকিস্তানে নথিভুক্ত নয় এবং স্থানীয় আইন মেনে চলবে তেমন কোনো চুক্তিও করা হয়নি।