শপথ নিলেন পিএসসির সদস্য প্রদীপ কুমার পাণ্ডে

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৪

সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী।

এ সময় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ও অন্যান্য সদস্যবৃন্দ এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।