দুবাই বিমানবন্দরে দুই দিনে সাড়ে ১২০০ ফ্লাইট বাতিল

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৪

সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবারের অবিরাম বর্ষণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে তলিয়ে যায়। এতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট এক হাজার ২৪৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ৪১টি ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। দুবাই বিমানবন্দরের একজন মুখপাত্র খালিজ টাইমসকে এ তথ্য জানিয়েছেন।

বন্যার কারণে সৃষ্ট অপারেশনাল ব্যাঘাতের পর বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে বিমানবন্দরটির টার্মিনাল ১ এর আংশিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। টার্মিনাল ১ আংশিক চালু হলেও বিমানবন্দর পুরোদমে চলতে এখনও সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৈরি আবহাওয়া মোকাবিলা করে বিমান চলাচলের জন্য প্রতিকূল অবস্থা প্রশমিত করতে এখনও ২৪ ঘণ্টা লাগবে বলে জানানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের টার্মিনাল ১ এ না আসার অনুরোধ করে। বিমানবন্দরের তরফ থেকে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে অভূতপূর্ব বৈরি আবহাওয়ার কারণে ফ্লাইট বিলম্ব বা বাতিল হচ্ছে। দুবাই বিমানবন্দর যাত্রীদের টার্মিনাল ১ এ না আসার পরামর্শ দিচ্ছে। টার্মিনালে কোন রিবুকিং সুবিধা নেই, এবং অতিথিদের সর্বশেষ ফ্লাইটের তথ্যের জন্য তাদের প্রাসঙ্গিক এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে দুবাই বিমানবন্দরের তরফ থেকে বলা হয়, টার্মিনাল ১-এ আন্তর্জাতিক এয়ারলাইনগুলোর অন্তর্মুখী ফ্লাইট পুনরায় শুরু হয়েছে। তবে আবহাওয়ার কারণে ফ্লাইট বিলম্বিত এবং ব্যাহত হচ্ছে।

দুবাই বিমানবন্দর খালিজ টাইমসকে দেওয়া এক বিবৃতিতে বলেছে, টার্মিনাল ১ থেকে থেকে যাত্রা করার জন্য যাত্রীদের শুধুমাত্র যদি কোনো এয়ারলাইন নিশ্চিত করে তাহলেই আসতে হবে।

সংযুক্ত আরব আমিরাতে ৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে মঙ্গলবার। এদিন ২৪ ঘণ্টায় আল আইনে ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, ১৯৭১ সালে দেশটি প্রতিষ্ঠিত হওয়ার আগে ১৯৪৯ সাল থেকে বৃষ্টিপাত রেকর্ড শুরু হয়েছিল। বৃষ্টিপাত রেকর্ড শুরুর পর সর্বোচ্চ বৃষ্টি হলো এবার।