জাপানে সামরিক বাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪

জাপানে সামুদ্রিক আত্মরক্ষা বাহিনীর ( এসডিএফ) দুইটি হেলিকপ্টার সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। এর ফলে হেকিকপ্টারে থাকা আটজন ক্রু সদস্যের একজন নিহত হয়েছে। বাকী সাতজন এখনও নিখোঁজ রয়েছে। শনিবার (২০ এপ্রিল)  প্রশিক্ষণ অনুশীলনের সময় হেলিকপ্টার দুইটি বিধ্বস্ত হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

মধ্য জাপানের দক্ষিণ উপকূলে প্রত্যন্ত ইজু দ্বীপপুঞ্জের তোরিশিমার কাছে সাবমেরিন বিরোধী মহড়া চালাচ্ছিল ওই দুই এসএসইচ-৬০ টহল হেলিকপ্টার।  দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারকারী এনএইচকে এবং কিয়োডো জানিয়েছে, নিখোঁজ ক্রুদের জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে।তাদের প্রতিবেদন অনুসারে, উভয় ফ্লাইট রেকর্ডার উদ্ধার করা হয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী কিহারা মিনোরু রবিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, সম্ভবত দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।