অব্যাহত থাকতে পারে গরম, বাড়বে রংপুরে

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪

রংপুর বিভাগ ও সিলেট জেলা ছাড়া সারাদেশের ওপর দিয়ে তাপপ্রবাহ বইছে। রোববার (২১ এপ্রিল) রংপুর বিভাগে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে তাপপ্রবাহ শুরু হতে পারে। একই সঙ্গে অন্যান্য অঞ্চলে বয়ে যাওয়ার তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

তাপদাহে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন বিপর্যস্ত। সীমাহীন কষ্টে রয়েছে শ্রমজীবী মানুষ। কোথাও কোথাও তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে তাপপ্রবাহ অতি তীব্র আকার ধারণ করেছে।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৪ ডিগ্রি ও পাবনার ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।