দুদকের মামলায় সম্রাটের অভিযোগ গঠন শুনানি ২ জুলাই প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয়বহির্ভূত আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ২ জুলাই ধার্য করেছেন আদালত। রবিবার (২১ এপ্রিল) শুনানি শেষে ঢাকার বিশেষ আদালত-৬-এর ভারপ্রাপ্ত বিচারক মো. ইকবাল হোসেনের আদালত এই তারিখ ধার্য করেন।আজ মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন সম্রাট অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। এ জন্য তার পক্ষের আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হীরা পরবর্তী শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২ জুলাই অভিযোগ গঠনের পরবর্তী তারিখ ধার্য করেন। SHARES জাতীয় বিষয়: দমনদুর্নীতি