মালদ্বীপের সংসদ নির্বাচন, মুইজ্জুর জন্য জটিল সমীকরণ প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪ মালদ্বীপে চলছে সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। রবিবার (২১ এপ্রিল) এর এই নির্বাচন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর জন্য অগ্নিপরীক্ষা হিসাবে চিহ্নিত হবে। এই দ্বীপরাষ্ট্রের সঙ্গে ভারত চীনের সম্পর্ক কেমন হবে, তার অনেকটাই নির্ভর করবে সংসদ নির্বাচনের ফলাফলের ওপর। খবর কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার। ভারত ও চীন—দুই দেশই সতর্ক দৃষ্টি রাখছে মালদ্বীপের এই নির্বাচনের দিকে। এই নির্বাচনের ফলই হয়ত বলে দেবে ভারত মহাসাগরে কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা এই দ্বীপরাষ্ট্রটির উপর আগামীতে কার কতটা প্রভাব থাকবে। দীর্ঘদিন ধরে মালদ্বীপের উপর ভারতের নিয়ন্ত্রণ অনেকটা একচ্ছত্র থাকলেও গত সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে মোহাম্মদ মুইজ্জু নির্বাচিত হওয়ার পর থেকেই পাল্টে যেতে থাকে পরিস্থিতি।নির্বাচনী প্রচারণার সময় থেকেই তিনি তার চীনপন্থি অবস্থানকে স্পষ্ট করে দেন। আর সেই ধারাই সাহায্য করে তাকে নির্বাচনে জয়ী হতে। প্রেসিডেন্ট পদে বসার পর থেকেই তিনি দ্বীপে থাকা ভারতীয় সৈন্যদের বের করে দেওয়ার জন্য কাজ করতে থাকেন। রবিবারের এই নির্বাচনে মালদ্বীপের ২ লাখ ৮৪ হাজার নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ধারণা করা হচ্ছে রবিবার রাতেই নির্বাচনের ফলাফল পাওয়া যাবে। SHARES আন্তর্জাতিক বিষয়: মালদ্বীপসংসদ