ঝিনাইদহে ট্রেন ও ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুইজনের প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৪ জানা গেছে, রোববার (২১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে ঝিনাইদহের সুন্দরপুর স্টেশনের অদূরে প্রকাশ কুমার ট্রেনে কাটা পড়ে মারা যান। রাতে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোয়ালন্দ ট্রেনে কাটা পড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে সোমবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে রেলওয়ে পুলিশ তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে। নিহত প্রকাশ কোটচাঁদপুর পৌরসভাধীন সলেমানপুর গ্রামের দেবেন বিশ্বাসের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার কালুকালি গ্রামে মামার বাড়িতে বসবাস করতেন এবং তালেশ্বর বাজারে নরসুন্দরের কাজ করতেন। তবে স্থানীয়দের ধারণা প্রকাশ কুমার আত্মহত্যা করে থাকতে পারেন। SHARES জাতীয় বিষয়: