নিখোঁজ লামিয়ার সন্ধান চায় পরিবার প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৪ রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে হাফছা আক্তার লামিয়া নামের ১৬ বছরের এক মেয়ে হারিয়ে গিয়েছে। তার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি ও গায়ের রং ফর্সা। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিলো সালোয়ার কামিজ। থানা সূত্র জানায়, গত ২৯ মার্চ ২০২৪ তারিখ বিকাল আনুমানিক তিনটার দিকে তার খালার বাসা বন্ধু নিবাস, ২ নং গলি, পাটেরবাগের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে রাজধানীর কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের পিতা মো: নয়ন। জিডি নং- ১০৬৮, তারিখ- ১৯/০৪/২০২৪ খ্রি.। কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত মেয়েটির সন্ধান জেনে থাকলে কদমতলী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) রাজীব চন্দ্র সরকার (০১৯১৮-৭৩৮২৭৪) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। SHARES জাতীয় বিষয়: পাটেরবাগমেয়ে