নারিনের জাতীয় দলে ফেরার ‘দরজা বন্ধ’ প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৪ আইপিএলের চলতি মৌসুমে ব্যাটে-বলে ক্যারিয়ারের অন্যতম সেরা ছন্দে আছেন ক্যারিবীয় তারকা সুনীল নারিন। গতবছর নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরের মাঠে টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অবসর ভেঙে নারিনকে ফেরাতে চায় ওয়েস্ট ইন্ডিজ। তবে জাতীয় দল জার্সিতে খেলতে আগ্রহী নন ৩৫ বর্ষী অলরাউন্ডার। শিকারের দিক থেকে এপর্যন্ত ৯ উইকেট নিয়েছেন ২২.১১ গড়ে। সেটাও মাত্র ৭.১০ ইকোনমি রেটে। এমন একজনকে বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণই মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের টি-টুয়েন্টি অধিনায়ক রোভম্যান পাওয়েল। গত সপ্তাহে নারিন প্রসঙ্গে পাওয়েল বলেছিলেন, ‘সর্বশেষ ১২ মাস ধরে নারিনের কানে ফিসফিস করে বলছি, সে কারও কথা শুনছে না। আমি কাইরেন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরানকেও বলেছি। আশা করছি, দল নির্বাচনের আগে তারা তাকে রাজি করাতে পারবে।’ SHARES ক্রিকেট বিষয়: বিশ্বকাপশিরোপা