গরমে ভিন্ন ধরণের হেয়ার স্টাইল প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৪ গরমের দিন সব কিছুতেই হাঁসফাঁস লাগে। তার উপর চুল লম্বা হলে তো কোনো কথাই নাই। চুলের পিছনে ঘণ্টার পর ঘণ্টা সময় দিয়েও লাভ হচ্ছে না।এই গরমে তো লম্বা চুল খুলে রাখতে পারবেন না। আবার, গরমের জ্বালায় চুল ছোট করে কেটে ফেলতেও খারাপ লাগে। কম সময়ে চট করে বেঁধে ফেলা যাবে, এমন কিছু হেয়ার স্টাইল হলো: ১) মেসি বান অফিস হোক বা বন্ধুর বাড়ির পার্টি এই গরমে মেসি বান একেবারে পারফেক্ট। কী ভাবে করবেন? যেভাবে চুলে আলগা খোঁপা বাঁধেন, সেই ভাবেই হাত ঘুরিয়ে বান বেঁধে নিন। আশপাশ থেকে ছোট ছোট চুল বের করে রাখতে পারেন। দেখতে সুন্দর লাগবে। ২) ব্রেডেড ক্রাউন ভাল করে আঁচড়ে, চুল দুই ভাগে ভাগ করে নিন। তার পরে চুলের ডান দিকের নীচের অংশ থেকে খানিকটা নিয়ে সেদিক থেকে কানের পাশ দিয়ে সামনের দিকে বিনুনি করতে থাকুন। হয়ে গেলে সামনের অংশটা ব্যান্ডের মতো দেখাবে। এর পরে সামনে থেকে বাঁ দিকে বিনুনি করুন। হয়ে গেলে চুলে একটি গার্ডার লাগিয়ে নিন। তার পর মাথার চারপাশে পেঁচিয়ে কয়েকটা পিন দিয়ে আটকে দিন। ব্যস্, ক্রাউন ব্রেড তৈরি! ৩) পনিটেল উইথ স্কার্ফ প্রথমে সুন্দর একটি রাবার ব্যান্ড দিয়ে সমস্ত চুল উঁচু করে পনিটেল করুন। এ বার পোশাকের রঙের সঙ্গে মানিয়ে একটি স্কার্ফ বেছে নিন। চুলের গোড়ায় ওই স্কার্ফ জড়িয়ে দিন। স্কার্ফের লম্বা অংশটি দিয়ে বো করে নিন। ড্রেসের সঙ্গে চুলে এমন কায়দা করলে দেখতেও সুন্দর লাগবে। SHARES লাইফস্টাইল বিষয়: চুললম্বা