জিবুতি উপকূলে নৌকা ডুবে ৩৩ ইথিওপীয়র মৃত্যু

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৪

জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, নৌকাটি ৭৭ জন আরোহী নিয়ে ইয়েমেন থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে ইথিওপিয়ায় যাচ্ছিল।

আফ্রিকার জিবুতি উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৩৩ জন ইথিওপীয়র মৃত্যু হয়েছে। এদের মধ্যে আট বছর বয়সী একটি বালকও আছে।

জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, নৌকাটি ৭৭ জন আরোহী নিয়ে ইয়েমেন থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে ইথিওপিয়ায় যাচ্ছিল।

মঙ্গলবার জেলেরা কিছু মানুষকে ডুবতে দেখার পর কোস্টগার্ডকে খবর দেয়। উদ্ধারকর্মীরা সাগর থেকে ৩৩ জনকে উদ্ধার করতে সক্ষম হন, বাকিরা নিখোঁজ হন বলে জানিয়েছে বিবিসি।

এ বিপর্যয় থেকে বেঁচে যাওয়া যাত্রীদের জিবুতির উপকূলীয় শহর গোদোরিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর জাতিসংঘষের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) তত্ত্বাবধানে ইথিওপিয়ায় পাঠানো হয়।