টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের কোথায় মোস্তাফিজের চেন্নাই প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৪ চলমান আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে টানা দুই ম্যাচে হারল চেন্নাই সুপার কিংস। সবশেষ ঘরের মাঠে ২১০ রান করেও হারতে হয় দলটিকে। বৃথা যায় রুতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরি। টানা দুই হারে ফলে পয়েন্ট তালিকায় এক ধাপ নীচে নেমে গিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির দল। তবে প্লে-অফের লড়াই থেকে ছিটকে যাওয়ার পরিস্থিতি এখনই তৈরি হয়নি। আরও ছ’টি ম্যাচ বাকি। তার মধ্যে অন্তত তিনটিতে জিতলেই প্লে-অফের দৌড়ে থাকতে পারে তারা। এর আগে চার নম্বরে ছিল চেন্নাই। মঙ্গলবার হারের পর নেমে গিয়েছে পাঁচে। লক্ষ্ণৌ চারে উঠে এসেছে। আট ম্যাচে তাদের ১০ পয়েন্ট। রান রেট ০.১৪৮। তার নীচেই রয়েছে চেন্নাই। আট ম্যাচে তাদের পয়েন্ট আট। রান রেট ০.৪১৫। ছয়ে থাকা গুজরাট টাইটান্সেরও আট পয়েন্ট। তবে রান রেট -১.০৫৫। রাজস্থান রয়্যালস শীর্ষে রয়েছে । আট ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে তারা কার্যত প্লে-অফে এক পা রেখেই দিয়েছে। সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কলকাতা নাইট রাইডার্সও প্লে-অফের স্বপ্ন দেখছে। তিনে থাকা সানরাইজার্স হায়দরাবাদেরও পয়েন্ট সাত ম্যাচে ১০। তারা রান রেটে (০.৯১৪) কলকাতার থেকে পিছিয়ে। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু পয়েন্ট তালিকায় সবার শেষে রয়েছে। আট ম্যাচে মাত্র ২ পয়েন্ট তাদের। পাঞ্জাব কিংসের আট ম্যাচে ৪ পয়েন্ট। এই দুই দলের কাছেই প্লে-অফে ওঠা কঠিন। SHARES ক্রিকেট বিষয়: চেন্নাইপাঞ্জাব