বিআইপি ও বাংলাদেশস্থ কোরিয়ান হাইকমিশন এর মধ্যে দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৪

আজ ২৪ এপ্রিল, ২০২৪ তারিখ রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্ল্যানার্স টাওয়ারে বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) ও বাংলাদেশে অবস্থিত কোরিয়ান হাইকমিশন এর বাণিজ্যিক বিভাগের মধ্যে একটি দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিআইপি এর পক্ষ্যে উপস্থিত ছিলেন সংস্থাটির সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান ও কার্যনির্বাহী সদস্য জনাব মোঃ আবু নাইম সোহাগ এবং বাংলাদেশে অবস্থিত কোরিয়ান হাইকমিশন এর বাণিজ্যিক বিভাগের পক্ষে উপস্থিত ছিলেন ইহার মহা পরিচালক জনাব সামসু কিম।
উক্ত সভায় গ্রিন সিটি, স্মার্ট সিটি, বর্জ্য ব্যবস্থাপনা, স্মার্ট ওয়েস্ট ম্যানেজম্যান্ট, প্লাস্টিক রিসাইক্লিং , অফ-সোর উইন্ড পাওয়ার, ওয়েস্ট টু এনার্জি প্রভিশন, সৌর শক্তির ব্যবহার বিষয়ে কোরিয়া সরকার ও বাংলাদেশ সরকারের যৌথভাবে কাজ করবার ক্ষেত্রসমূহ এবং বিআইপি এক্ষেত্রে কীভাবে সহযোগিতা করতে পারে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


বিআইপি’র সভাপতি উপরোক্ত উদ্যোগ সমূহে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং সামনের দিনগুলোতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি বলেন, “কোরিয়া সরকারের এমন উদ্যোগ বাংলাদেশে পরিকল্পিত নগরায়নে ভূয়সী ভূমিকা রাখবে। এই ধরণের উদ্যোগ যেনো সর্বদা বিদ্যমান থাকে সে বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্সের পক্ষ থেকে নিয়মিত এডভোকেসি অব্যাহত রাখা হবে।”
এছাড়াও কোরিয়ান সরকারের পৃষ্ঠপোষকতায় মীরসরাইয়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর স্মার্ট সিটি প্রজেক্ট, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও গাজীপুর সিটি কর্পোরেশনে বজ্য ব্যবস্থাপনা প্রকল্প, রংপুরে স্মার্ট সিটি তৈরির উদ্যোগের ব্যাপারে কোরিয়ান হাইকমিশন বাংলাদেশের পক্ষ হতে বিআইপিকে অবহিত করা হয়। এ সময় বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্সের কার্যনির্বাহী সদস্য পরিকল্পনাবিদ আবু নাইম সোহাগ বলেন, “কোরিয়ান প্রতিষ্ঠানসমুহের দক্ষতাকে কাজে লাগিয়ে আমরাও আমাদের সুষ্ঠু নগরায়ন তথা পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে সক্ষম হব। বাংলাদেশ ও কোরিয়া যৌথভাবে কাজ করার ফলে আমাদের দেশের সংশ্লিষ্ট সংস্থাসমূহও দক্ষতা অর্জন করতে পারবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।”