ননদের বিয়েতে উপহারের কথা শুনে ক্ষিপ্ত ভাবি, পিটিয়ে মারলেন স্বামীকে প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৪ বোনের বিয়েতে দামী উপহার দেওয়ায় ক্ষেপে গেলেন স্ত্রী। শেষ পর্যন্ত খুন করে ফেললেন স্বামীকে। ভারতের উত্তর প্রদেশে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, চন্দ্রপ্রকাশ মিশরা নামে ওই ব্যক্তি বোনকে বিয়েতে স্বর্ণের আংটি ও টেলিভিশন উপহার দিতে চেয়েছিলেন। এতে তার শ্বশুরবাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। সেই ক্ষোভ থেকেই বিবাদের শুরু। উত্তর প্রদেশের বারাবঙ্কি গ্রামের বাসিন্দা চন্দ্রপ্রকাশের বয়স ৩৫ বছর। ২৬ এপ্রিল তার বোনের বিয়ে হওয়ার কথা। বিয়ে উপলক্ষ্যে তাকে একটি স্বর্ণের আংটি ও টেলিভিশন উপহার দেওয়ার পরিকল্পনা জানান স্ত্রী চাবিকে। ননদকে এমন উপহার দেওয়ার পরিকল্পনার কথা শুনেই ক্ষেপে যান ভাবি। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এরপর ‘চন্দ্রপ্রকাশ’কে শিক্ষা দিতে ভাইদের ডেকে আনেন চাবি। পুলিশ জানায়, লাঠি দিয়ে চন্দ্রপ্রকাশকে ঘণ্টাখানেক পেটান চাবি। তার পরিবারের সদস্যরা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় চন্দ্রপ্রকাশের। পুলিশ জানায়, চাবি ও তার ভাইসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। SHARES আন্তর্জাতিক বিষয়: উপহারঝগড়াস্বামী