পাকিস্তানে ভারী বৃষ্টিতে নিহত অন্তত ২২ প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৪ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটাসহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টিতে অন্তত ২২ জনের প্রাণহানি ঘটেছে। এই প্রদেশে বৈরী আবহাওয়া বিরাজমান থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে শনিবার আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা। দেশটির সংবাদমাধ্যম ডন বলেছে, কোয়েটা উপত্যকায় হালকা বিরতি দিয়ে প্রায় সারাদিনই ভারী বৃষ্টি, বজ্রপাত এবং শিলাবৃষ্টি হয়েছে। এর ফলে সেখানকার প্রধান সড়ক ও রাস্তা পানিতে তলিয়ে গেছে। আকস্মিক বন্যায় অসংখ্য ঘরবাড়ি ভেসে গেছে এবং বিভিন্ন এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। ইরান থেকে আসা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) বহনকারী একটি বড় ট্যাংকার বেলুচিস্তানের নোশকি জেলার কোয়েটা-তাফতান মহাসড়কে উল্টে গেছে। বন্যার পানিতে মহাসড়ক ডুবে যাওয়ায় স্রোতের তোড়ে উল্টে যায় ট্যাংকারটি। আকস্মিক বন্যায় ট্যাংকারটি মূল মহাসড়ক থেকে ছিটকে যায় এবং গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে ট্যাংকারটি স্রোতের ধাক্কায় ভেসে যায়। তবে গাড়ির চালক ও অন্য লোকজন নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। SHARES আন্তর্জাতিক বিষয়: আশঙ্কাবৃষ্টিভারী