মোটা বেতন আর পাসপোর্টের লোভে রাশিয়ার সেনাবাহিনীতে কিউবার নাগরিকরা প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, মে ৬, ২০২৪ ইউক্রেইনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাশিয়া খুব সম্ভবত উচ্চ বেতন আর রুশ পাসপোর্ট দেওয়ার লোভ দেখিয়ে কিউবার নাগরিকদের নিজেদের সেনাবাহিনীতে নিয়োগ দিচ্ছে। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। গত বছর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে কিউবার দুই শতাধিক নাগরিকের পাসপোর্টের তথ্য অনলাইনে ফাঁস করে ইউক্রেইনপন্থি প্ল্যাটফর্ম ইনফরমনেইপাম। বলা হয়, ওই ব্যক্তিরা রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। ইনফর্মনেইপাম জানায়, মস্কোর দক্ষিণের নগরী তুলায় রাশিয়ার একটি মিলিটারি রিক্রুটমেন্ট অফিসের ইমেইল হ্যাক করে ওই পাসপোর্টগুলোর তথ্য সংগ্রহ করা হয়েছে। বিবিসি জানায়, ইনফরমনেইপাম যেসব পাসপোর্টের তথ্য ফাঁস করেছে সেই নামগুলো ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সার্চ করে ৩১ জনকে পাওয়া গেছে যাদের ফেসবুক একাউন্ট দেখে বোঝা যাচ্ছে হয় তারা রাশিয়ায় আছেন বা রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ আছে। তাদের মধ্যে কেউ কেউ রাশিয়ার সামরিক বাহিনীর পোশাক পরেই ফেসবুকে ছবি পোস্ট করেছেন। অথবা এমন সব জায়গা থেকে ছবি পোস্ট করেছেন যেখানে রাশিয়ার সড়কের চিহ্ন বা রাশিয়ার নাম্বার প্লেট দেখা যাচ্ছে। আবার কেউ কেউ তাদের বর্তমান আবাস হিসেবে রাশিয়ার নাম উল্লেখ করেছেন। তাদের অনেকে গত বছরের দ্বিতীয়ার্ধ থেকে রাশিয়ার সঙ্গে সম্পর্কিত কনটেন্ট ফেসবুকে পোস্ট করা শুরু করেছে। তা থেকেই বোঝা যাচ্ছে কবে নাগাদ তারা রাশিয়া গিয়েছেন। ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেইনে পূর্ণ মাত্রায় হামলা শুরু করে রাশিয়া। দুই বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রাশিয়াকে বড় ধরণের ক্ষয়ক্ষতি মোকাবেলা করতে হয়েছে। বিবিসির অনুসন্ধানে ইউক্রেইনের যুদ্ধক্ষেত্রে মারা যাওয়া ৫০ হাজারের বেশি রুশ সৈন্যের নাম নিশ্চিত হওয়া গেছে। যদিও নিহত সৈন্যদের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। ইউক্রেইন থেকে দেশটির যুদ্ধক্ষেত্রে রাশিয়ার প্রায় পাঁচ লাখ সেনা হতাহত হয়েছে বলে দাবি করা হয়েছে। হতাহত সেনাদের স্থান পূরণে ২০২২ সালে রাশিয়া প্রথমে দেশ থেকে রিজার্ভ বাহিনীকে জড়ো করার চেষ্টা করে। কিন্তু দেশটির তরুণদের অনেকেই যুদ্ধ করতে যেতে রাজি নয়। এজন্য তারা এমনকি দেশ ছেড়ে চলে যেতেও মরিয়া। এ অবস্থায় নাগরিকদের জোর করে যুদ্ধে পাঠানোর চেয়ে বিদেশ থেকে আনা ভাড়াটে সেনাদের যুদ্ধে পাঠানো ক্রেমলিনের জন্য অপেক্ষাকৃত সহজ সমাধান। কিউবা থেকে ভাড়াটে সেনা আনা রাশিয়ার জন্য বেশ সহজও। স্নায়ু যুদ্ধের আমল থেকেই রাশিয়ার মিত্র কিউবা। কিউবার নাগরিকদের রাশিয়া যেতে ভিসার প্রয়োজন হয় না। এবং কিউবা থেকে মস্কোয় সরাসরি ফ্লাইট রয়েছে। যুক্তরাষ্ট্রের নানামুখী নিষেধাজ্ঞার কারণে কিউবার অর্থনীতি দিন দিন খারাপ হচ্ছে। এ অবস্থায় দেশটির তরুণরা উন্নত জীবনের আশায় কিউবা ছাড়তে মরিয়া। তাই মোটা বেতন ও দ্রুত রাশিয়ার পাসপোর্ট পাওয়ার লোভ তাদের পক্ষে এড়িয়ে যাওয়া কঠিন। ফাঁস হওয়া তথ্য এবং গণমাধ্যমে প্রকাশ পাওয়া নানা খবর অনুযায়ী, কিউবা থেকে সেনা সংগ্রহ করতে মাসে দুই হাজার মার্কিন ডলার বেতন দেওয়ার প্রস্তাব দেয়া হচ্ছে। এই অর্থ আয়ের সুযোগ কিউবার তরুণদের জন্য দারুণ লোভনীয়। কারণ দেশে তারা মাসে মাত্র ২৫ মার্কিন ডলারের কম আয় করতে পারে। রাশিয়ার পাসপোর্ট দেওয়ার প্রতিশ্রুতিও কিউবার তরুণদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ রাশিয়ার পাসপোর্টধারীরা বিশ্বের ১১৭টি স্থানে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পায়। মস্কোর কাছের নগরী রিয়াজান থেকে স্থানীয়ভাবে প্রকাশিত একটি সংবাদপত্র থেকেও কিউবার নাগরিকদের রাশিয়ার সেনাবাহিনীতে নিয়োগ পাওয়ার খবর নিশ্চিত করা হয়েছে বলে জানায় বিবিসি। তবে কিউবার এমন কোনো নাগরিকদের নম্বর বিবিসি যোগাড় করতে পারেনি যিনি রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছেন এবং এ বিষয়ে সত্যতা নিশ্চিত করতে রাজি আছেন। শুধু কিউবা থেকে নয় বরং বিশ্বের অনেক দেশ থেকেই রাশিয়া ইউক্রেইনে যুদ্ধ করার জন্য নানা লোভ দেখিয়ে ভাড়াটে সেনা যোগাড় করছে। ইউক্রেইনে রাশিয়ার হয়ে যুদ্ধ করেছেন এমন একজন ভারতীয়র মৃতদেহ সম্প্রতি তার স্বজনদের কাছে পাঠানো হয়েছে। SHARES আন্তর্জাতিক বিষয়: কিউবারপাসপোর্ট