টিম স্মার্টের প্রতি ঝোঁক বেসিস ভোটারদের

প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, মে ৭, ২০২৪

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের নীতিনির্ধারণ ও বিভিন্ন কর্মকাণ্ডের গতিপথ ঠিক করার দায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন বা বেসিসের। আগামী বুধবার (৮ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির দ্বিবার্ষিক নির্বাচন। প্রচারের শেষ দিনে ভোটারদের সঙ্গে কথা বলে বোঝা গেলো, এবারের নির্বাচনে তিনটি প্যানেলের মধ্যে টিম স্মার্টের প্রতিই তাদের ঝোঁক বেশি।

এদিন রাজধানীর ভিন্ন তিন হোটেলে তিনটি প্যানেল আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন করে। হোটেল র‌্যাডিসন ব্লুতে অনুষ্ঠিত টিম স্মার্ট প্যানেলের আয়োজনে ছিল উপচেপড়া ভিড়। শেরাটন হোটেলে ওয়ান টিম এবং ইন্টারকন্টিনেন্টালে টিম সাক্সেস অনুষ্ঠানের আয়োজন করে। বাকি দুই অনুষ্ঠান ঘুরে দেখা ভোটাররা বললেন, টিম স্মার্টের অনুষ্ঠানেই সবচেয়ে বেশি উপস্থিতি ছিল ভোটারদের।

এমনকি এখানে সব ভোটারকে জায়গা দিতে আয়োজকরা হিমশিম খেয়েছেন। টিম স্মার্টের আয়োজনে ঠেলাঠেলি ভিড়ের মধ্যেও ভোটারদের অংশগ্রহণ ছিল প্রাণবন্ত। তারা সজোরে এই প্যানেলটির প্রতি সমর্থন জানান।

প্রচারণার শেষ দিনে অনেক ভোটার পরিষ্কার করেই বললেন, বেসিস, তথা সফটওয়্যার ও সংশ্লিষ্ট খাতে পরিবর্তনের জন্যই তারা টিম স্মার্টের জয় চাচ্ছেন।

অনুষ্ঠানে বেসিস-এর সাবেক সভাপতি মাহবুব জামান বলেন, ‘এই টিমের সব মেম্বারই তরুণ এবং ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পৃক্ত। আমি তরুণদের শক্তিতে বিশ্বাসী, ইন্ডাস্ট্রির সঙ্গে তাদের অভিজ্ঞতার কারণে আমি বিশ্বাস করি তারা বেসিস-এ পরিবর্তন আনবে এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে।’

প্রচারণার শেষ দিনে অনেক ভোটার পরিষ্কার করেই বললেন, বেসিস, তথা সফটওয়্যার ও সংশ্লিষ্ট খাতে পরিবর্তনের জন্যই তারা টিম স্মার্টের জয় চাচ্ছেন।

অনুষ্ঠানে বেসিস-এর সাবেক সভাপতি মাহবুব জামান বলেন, ‘এই টিমের সব মেম্বারই তরুণ এবং ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পৃক্ত। আমি তরুণদের শক্তিতে বিশ্বাসী, ইন্ডাস্ট্রির সঙ্গে তাদের অভিজ্ঞতার কারণে আমি বিশ্বাস করি তারা বেসিস-এ পরিবর্তন আনবে এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে।’

স্বল্প-মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা মাথায় রেখেই নির্বাচনি প্রতিশ্রুতি দিচ্ছেন টিম স্মার্ট প্যানেলের সদস্যরা। তারা বলছেন, এই তথ্যপ্রযুক্তি খাতকে বদলে দিতে কাজগুলো করা খুব জরুরি। নিজেদের পরিকল্পনার কথা জানান টিম স্মার্টের হয়ে জেনারেল ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরা।

এই প্যানেলের অন্যতম প্রার্থী নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘আমরা এখানে কেবল জিততে আসিনি, কিছু অবদান রাখতে এসেছি। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর কথা যদি বলেন, সে জন্য আমরা প্রস্তুত।’

সিংগুলারিটি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর যাফির শাফিঈ চৌধুরী নিয়াজ মোর্শেদ এলিটকে নিয়ে বলছিলেন, ‘এলিট ভাইয়ের এই সেক্টর থেকে নেওয়ার কিছু নেই, দেওয়ার আছে। এলিট ভাই কেবল বেসিস নেতা বলে নয়, তিনি দেশের তরুণ নেতাদের একজন আদর্শ। তাকে পরিচালক হিসেবে পেলে বেসিস ধন্য হবে।’

আগত ভোটাররা বলছেন, এটি দেশের একটি সম্ভাবনাময় খাত। যা ছাড়িয়ে যেতে পারে গার্মেন্টস শিল্পকেও। সেই খাতের উন্নয়নের জন্য এবার প্রয়োজন তারুণ্যের শক্তি, যা নিশ্চিত করতে পারছে টিম স্মার্ট।

বুধবার (৮ মে) ২০২৪-২৬ মেয়াদের জন্য বেসিসের ১১ জন পরিচালক নির্বাচন করবেন। পরে এই ১১ জনের মধ্য থেকে সভাপতি, সহ-সভাপতি ও অন্যান্য পদে নিয়োগ দেওয়া হবে। জেনারেল ক্যাটাগরি থেকে ৮ জন এবং ইন্টারন্যাশনাল, অ্যাসোসিয়েট এবং অ্যাফিলিয়েটেড তিন ক্যাটগারিতে থেকে একজন করে নির্বাচিত হবেন।

এবারের নির্বাচনে তিন প্যানেল থেকে মোট ৩৩ জন অংশ নিচ্ছেন।