ছুটির পর ফের অর্ধদিবস কর্মবিরতিতে ঢাবি শিক্ষকরা

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৪

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটির পর ক্যাম্পাস খুলতেই ফের অর্ধদিবস কর্মবিরতি পালন শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে এ কর্মবিরতি পালন করছেন তারা।

মঙ্গলবার (২৫ জুন) সকাল ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনদিনব্যাপী এ অর্ধদিবস কর্মবিরতি শুরু হয়। একইভাবে আগামী ২৬ ও ২৭ জুনও অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। পরীক্ষা ও জরুরি কার্যক্রম এই কর্মবিরতির আওতামুক্ত থাকবে।

কর্মবিরতি পালনের পাশাপাশি দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা অবস্থান গ্রহণ করেন। এসময় প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বিভিন্ন বক্তব্য দেন তারা।অবস্থান কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভুঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে যৌক্তিক দাবি আদায়ের জন্যে আন্দোলন করে আসছি। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজকে অবস্থান কর্মসূচি পালন করছি। আগামী ৩০ তারিখে আমরা পূর্ণদিবস কর্মবিরতি এবং ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করবো। তখন আমাদের কোন হলের প্রভোস্ট হলে যাবেন না, কোন বিভাগের চেয়ারম্যান বিভাগে যাবেন না, ইনস্টিটিউটের পরিচালকরা ইনস্টিটিউটে যাবেন না। এমনকি যেসব শিক্ষকরা প্রশাসনিক দায়িত্বে আছেন তারাও কোন দায়িত্ব পালন করবেন না।