বর্ণিল পুষ্পে রঙিন কুবি ক্যাম্পাস প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, মে ১৫, ২০২৪ গ্রীষ্মের তপ্তরোদেও প্রকৃতির অনিন্দ্য রূপে ফুটে ওঠে। যার দেখা মিলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)। লালমাটির এই সবুজ ক্যাম্পাস এখন সেজেছে বর্ণিল সাজে। রক্তিম আভার লাল, হলুদ, বেগুনী, সাদা রঙের নানা বৈচিত্র্যময় ফুলে এখন ছেয়ে আছে পুরো ক্যাম্পাস। কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসের প্রধান ফটক দিয়ে প্রবেশ করতেই যে কারেও চোখ পড়বে বিচিত্র একটি ফুল গাছের দিকে। লালচে গোলাপি ও সাদা বর্ণের পাপড়িতে ক্যাম্পাসের আকাশ বাতাস মাতিয়ে রাখছে ‘ক্যাসিয়া জাভানিকা’ বা লাল সোনাইল নামের ফুল। এই ফুলের মোহময় সৌরভ তরুণ-তরুণী, কিশোর-কিশোরী, শিক্ষক-শিক্ষার্থী ও দর্শনার্থীদের নজর কাড়ছে, চোখ জুড়াচ্ছে। লাল সোনাইলের ছড়ানো ছিটানো পাতা দেখলে মনে হবে যেন কেউ ছাতা ধরে গোলাপি-সাদা বর্ণের ফুল নিয়ে অভ্যর্থনা জানাচ্ছে প্রকৃতিপ্রমীদের। প্রধান ফটক পেরিয়ে আরেকটু সামনে এগোলেই চোখে পড়বে কৃষ্ণচূড়া। গাছ থেকে ঝড়ে পড়া এই ফুল দেখে মনে হবে যেন কেউ লাল গালিচা পেতে রেখেছে। ক্যাম্পাসের ব্যবসায় শিক্ষা অনুষদ, কলা ও মানবিক অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া থেকে শহীদ মিনারের পুরো সড়ক কৃষ্ণচূড়া ফুলের রক্তিম আভায় নব যৌবন ফিরে পেয়েছে এই গ্রীষ্ম ঋতুতে। ক্যাম্পাসের মুক্তমঞ্চ থেকে শুরু করে ক্যাফেটেরিয়ার সামনে পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে বেগুনি রংয়ের জারুল ফুল। প্রকৃতির রূপময় সানিধ্য পেতে প্রতিদিনই এখানে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দর্শনার্থীরা। কেউ ছবি তুলছেন ফুল হাতে আবার কেউ প্রিয়তমার খোঁপায় গুঁজে দিচ্ছেন বেগুনি জারুল ফুল। এদিকে হলুদ সোনালু ফুলেও সেজেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আকাশ বাতাস। গাছে পুষ্পমাল্যের মতো থোকায় থোকায় ছড়িয়ে রয়েছে এই ফুল। মনপ্রাণ উজাড় করে এই ফুলের ছোঁয়া নিতে ইচ্ছে করবে যে কারো। ক্যাম্পাসের মুক্তমঞ্চ থেকে শুরু করে ক্যাফেটেরিয়ার সামনে পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে বেগুনি রংয়ের জারুল ফুল। প্রকৃতির রূপময় সানিধ্য পেতে প্রতিদিনই এখানে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দর্শনার্থীরা। কেউ ছবি তুলছেন ফুল হাতে আবার কেউ প্রিয়তমার খোঁপায় গুঁজে দিচ্ছেন বেগুনি জারুল ফুল। এদিকে হলুদ সোনালু ফুলেও সেজেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আকাশ বাতাস। গাছে পুষ্পমাল্যের মতো থোকায় থোকায় ছড়িয়ে রয়েছে এই ফুল। মনপ্রাণ উজাড় করে এই ফুলের ছোঁয়া নিতে ইচ্ছে করবে যে কারো। SHARES ক্যাম্পাস বিষয়: ক্যাম্পাসলালমাটির