কখনো ব্যাবসায়িক চিন্তা মাথায় আসেনি প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৫ গতকাল নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন নতুন গান ‘মেঘলা দিনে’। আজ রবিবার কানাডা থেকে তিনি অস্ট্রেলিয়া যাবেন কনসার্ট করতে। সামনে আছে ইউরোপ ট্যুর। হোয়াটসঅ্যাপে গুণী কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ-এর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ। ‘মেঘলা দিনে’ গানটি নিয়ে বলুন… এখন তো গান প্রকাশিত হলেও তেমন কেউ আগ্রহ নিয়ে খোঁজে না। শ্রোতাদের মধ্যে হয়তো হাতে গোনা কয়েকজন আছেন যাঁরা গানকে ভালোবেসে খোঁজখবর নেন। ভালো হলে ভালো বলেন, খারাপ হলে সমালোচনা করেন। আজ (গতকাল) বাংলাদেশ সময় সাড়ে ৫টার দিকে গানটি প্রকাশিত হয়েছে। লিখেছেন নিধান আহমেদ, সুর ও সংগীত আহমেদ হুমায়ূনের। আমার ইউটিউব চ্যানেলটি একদম নতুন। তাই খুব বেশি সাড়া মিলবে এটা আশা করা যাবে না। তবে চমৎকার কথার সঙ্গে ভালো সংগীতায়োজন হয়েছে। সেই সঙ্গে দারুণ একটি গানচিত্র নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী, যেটা দৃষ্টিনন্দন। শ্রোতারা শোনার পাশাপাশি গানটি দেখেও তৃপ্তি পাবেন। বেশ আগে থেকেই শিল্পীরা নিজেদের ইউটিউব চ্যানেল করছেন। আপনি পিছিয়ে পড়লেন কেন? সবসময় সৃষ্টির পেছনে ছিলাম। কখনো ব্যাবসায়িক চিন্তা মাথায় আসেনি। নিজের একটা প্ল্যাটফর্ম করার কথা ভাবিনি। তবে কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক জয় শাহরিয়ার অনেক দিন ধরে আমাকে বলছিল, ‘দাদা, একটা ইউটিউব চ্যানেল করেন। আপনার সৃষ্টিগুলো অন্তত নিজের প্ল্যাটফর্মে থাকলে গচ্ছিত থাকবে। দরকার পড়লে আমিই দেখাশোনা করব।’ একটা সময় মনে হলো, জয় ঠিকই বলছে। রাজি হয়ে গেলাম। তবে এখন দেখছি যন্ত্রণাও আছে। আমারই গান অথচ আমাকেই ক্লেম দিচ্ছে। যদিও সেই ক্লেম রাখতে পারছে না। কারণ গানগুলোর কপিরাইট আমার নামেই। তার পরও প্রতিদিন ধরে ধরে কপিরাইট ক্লেম সরানোও তো সময়ের ব্যাপার। দেখি, একটু একটু করে সব ঠিক করে ফেলতে হবে। নতুন গান সেভাবে করছেন না বললেই চলে। নিয়মিত হওয়ার জন্য আরো সময় নেবেন? আমি যে ট্রমার মধ্যে আছি সেখানে থেকে আসলে গান করা যায় না। তার পরও ছেলেমেয়েগুলো নাছোড়বান্দা। ‘না’ করাটাও হয় না। ওদের অনুরোধে দু-একটা গানে কণ্ঠ দিচ্ছি। গানে নিয়মিত হওয়ার জন্য আমার আরো সময় লাগবে। কত দিন লাগবে সেটা সৃষ্টিকর্তা ভালো বলতে পারবেন। নিবিড় (শিল্পীর পুত্র) এখন কেমন আছেন? আগের চেয়ে ভালো। তবে পুরোপুরি সুস্থ হতে অনেক সময় লাগবে। চিকিৎসকরা নতুন কিছু পরীক্ষা দিয়েছেন, সেগুলো করছি। সব সময় আমার ছেলেটার জন্য দোয়া চেয়েছি। বিশ্বাস করি, সবার দোয়া আছে বলেই নিবিড় আমাদের মাঝে আছে। এখন ওর পুরোপুরি সুস্থ হয়ে ওঠাটা জরুরি। কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন এবার কানাডা গিয়ে নিবিড়কে দেখতে গিয়েছিলেন… এটা আমার কাছে অপ্রত্যাশিত ছিল না। একজন শিল্পীর দুঃসময়ে আরেকজন শিল্পী পাশে দাঁড়াবেন—এটাই তো অলিখিত নিয়ম। আমরা যাঁরা একসঙ্গে কাজ করেছি, করছি—তাঁরা সবাই তো একটা পরিবার। যখন সাবিনা আপা জানালেন, তিনি নিবিড়কে দেখতে আসবেন—খুব আনন্দ লেগেছিল। নিবিড়ও খুব খুশি হয়েছে। ২৩ আগস্ট থেকে অস্ট্রেলিয়ায় কয়েকটি কনসার্ট করার কথা। কানাডা থেকে দেশটিতে যাবেন কবে? আগামীকাল (আজ রবিবার) যাব। এরই মধ্যে টিকিট কনফার্ম হয়ে গেছে। ৭ সেপ্টেম্বর পর্যন্ত কনসার্টগুলো হবে। ৮ সেপ্টেম্বর আবার কানাডা ফিরে আসব। কনসার্টের জন্য প্রস্তুতি নিয়েছেন কেমন? আমি তো কানাডাতে। আমার মিউজিশিয়ানরা ঢাকা থেকে সরাসরি অস্ট্রেলিয়া আসবে। আসলে সব সময় আমি যে মিউজিশিয়ানদের নিয়ে কাজ করি এবারও তারা আছে। গত কয়েক দিন তারা প্র্যাকটিসও করেছে। ফলে চাপ লাগছে না। এবারের কনসার্টগুলোতে লাইভ সাউন্ড ব্যবহার করব। ঢাকা থেকে লাইভ সাউন্ডের ইঞ্জিনিয়ারও আসবেন অস্ট্রেলিয়ায়। ঢাকায় ফিরবেন সহসা? নভেম্বরের দিকে একবার আসব। ইউরোপ ট্যুর আছে, ফলে ভিসা করাতে হবে। তখন হয়তো কিছুদিন থাকব ঢাকায়। SHARES বিনোদন বিষয়:
গতকাল নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন নতুন গান ‘মেঘলা দিনে’। আজ রবিবার কানাডা থেকে তিনি অস্ট্রেলিয়া যাবেন কনসার্ট করতে। সামনে আছে ইউরোপ ট্যুর। হোয়াটসঅ্যাপে গুণী কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ-এর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।
‘মেঘলা দিনে’ গানটি নিয়ে বলুন… এখন তো গান প্রকাশিত হলেও তেমন কেউ আগ্রহ নিয়ে খোঁজে না। শ্রোতাদের মধ্যে হয়তো হাতে গোনা কয়েকজন আছেন যাঁরা গানকে ভালোবেসে খোঁজখবর নেন। ভালো হলে ভালো বলেন, খারাপ হলে সমালোচনা করেন। আজ (গতকাল) বাংলাদেশ সময় সাড়ে ৫টার দিকে গানটি প্রকাশিত হয়েছে।
‘মেঘলা দিনে’ গানটি নিয়ে বলুন… এখন তো গান প্রকাশিত হলেও তেমন কেউ আগ্রহ নিয়ে খোঁজে না। শ্রোতাদের মধ্যে হয়তো হাতে গোনা কয়েকজন আছেন যাঁরা গানকে ভালোবেসে খোঁজখবর নেন। ভালো হলে ভালো বলেন, খারাপ হলে সমালোচনা করেন। আজ (গতকাল) বাংলাদেশ সময় সাড়ে ৫টার দিকে গানটি প্রকাশিত হয়েছে।
লিখেছেন নিধান আহমেদ, সুর ও সংগীত আহমেদ হুমায়ূনের। আমার ইউটিউব চ্যানেলটি একদম নতুন। তাই খুব বেশি সাড়া মিলবে এটা আশা করা যাবে না। তবে চমৎকার কথার সঙ্গে ভালো সংগীতায়োজন হয়েছে।
সেই সঙ্গে দারুণ একটি গানচিত্র নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী, যেটা দৃষ্টিনন্দন। শ্রোতারা শোনার পাশাপাশি গানটি দেখেও তৃপ্তি পাবেন। বেশ আগে থেকেই শিল্পীরা নিজেদের ইউটিউব চ্যানেল করছেন। আপনি পিছিয়ে পড়লেন কেন? সবসময় সৃষ্টির পেছনে ছিলাম। কখনো ব্যাবসায়িক চিন্তা মাথায় আসেনি।
বেশ আগে থেকেই শিল্পীরা নিজেদের ইউটিউব চ্যানেল করছেন। আপনি পিছিয়ে পড়লেন কেন? সবসময় সৃষ্টির পেছনে ছিলাম। কখনো ব্যাবসায়িক চিন্তা মাথায় আসেনি।
নিজের একটা প্ল্যাটফর্ম করার কথা ভাবিনি। তবে কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক জয় শাহরিয়ার অনেক দিন ধরে আমাকে বলছিল, ‘দাদা, একটা ইউটিউব চ্যানেল করেন। আপনার সৃষ্টিগুলো অন্তত নিজের প্ল্যাটফর্মে থাকলে গচ্ছিত থাকবে। দরকার পড়লে আমিই দেখাশোনা করব।’ একটা সময় মনে হলো, জয় ঠিকই বলছে। রাজি হয়ে গেলাম। তবে এখন দেখছি যন্ত্রণাও আছে। আমারই গান অথচ আমাকেই ক্লেম দিচ্ছে। যদিও সেই ক্লেম রাখতে পারছে না। কারণ গানগুলোর কপিরাইট আমার নামেই। তার পরও প্রতিদিন ধরে ধরে কপিরাইট ক্লেম সরানোও তো সময়ের ব্যাপার। দেখি, একটু একটু করে সব ঠিক করে ফেলতে হবে। নতুন গান সেভাবে করছেন না বললেই চলে। নিয়মিত হওয়ার জন্য আরো সময় নেবেন? আমি যে ট্রমার মধ্যে আছি সেখানে থেকে আসলে গান করা যায় না। তার পরও ছেলেমেয়েগুলো নাছোড়বান্দা। ‘না’ করাটাও হয় না। ওদের অনুরোধে দু-একটা গানে কণ্ঠ দিচ্ছি। গানে নিয়মিত হওয়ার জন্য আমার আরো সময় লাগবে। কত দিন লাগবে সেটা সৃষ্টিকর্তা ভালো বলতে পারবেন। নিবিড় (শিল্পীর পুত্র) এখন কেমন আছেন? আগের চেয়ে ভালো। তবে পুরোপুরি সুস্থ হতে অনেক সময় লাগবে। চিকিৎসকরা নতুন কিছু পরীক্ষা দিয়েছেন, সেগুলো করছি। সব সময় আমার ছেলেটার জন্য দোয়া চেয়েছি। বিশ্বাস করি, সবার দোয়া আছে বলেই নিবিড় আমাদের মাঝে আছে। এখন ওর পুরোপুরি সুস্থ হয়ে ওঠাটা জরুরি। কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন এবার কানাডা গিয়ে নিবিড়কে দেখতে গিয়েছিলেন… এটা আমার কাছে অপ্রত্যাশিত ছিল না। একজন শিল্পীর দুঃসময়ে আরেকজন শিল্পী পাশে দাঁড়াবেন—এটাই তো অলিখিত নিয়ম। আমরা যাঁরা একসঙ্গে কাজ করেছি, করছি—তাঁরা সবাই তো একটা পরিবার। যখন সাবিনা আপা জানালেন, তিনি নিবিড়কে দেখতে আসবেন—খুব আনন্দ লেগেছিল। নিবিড়ও খুব খুশি হয়েছে। ২৩ আগস্ট থেকে অস্ট্রেলিয়ায় কয়েকটি কনসার্ট করার কথা। কানাডা থেকে দেশটিতে যাবেন কবে? আগামীকাল (আজ রবিবার) যাব। এরই মধ্যে টিকিট কনফার্ম হয়ে গেছে। ৭ সেপ্টেম্বর পর্যন্ত কনসার্টগুলো হবে। ৮ সেপ্টেম্বর আবার কানাডা ফিরে আসব। কনসার্টের জন্য প্রস্তুতি নিয়েছেন কেমন? আমি তো কানাডাতে। আমার মিউজিশিয়ানরা ঢাকা থেকে সরাসরি অস্ট্রেলিয়া আসবে। আসলে সব সময় আমি যে মিউজিশিয়ানদের নিয়ে কাজ করি এবারও তারা আছে। গত কয়েক দিন তারা প্র্যাকটিসও করেছে। ফলে চাপ লাগছে না। এবারের কনসার্টগুলোতে লাইভ সাউন্ড ব্যবহার করব। ঢাকা থেকে লাইভ সাউন্ডের ইঞ্জিনিয়ারও আসবেন অস্ট্রেলিয়ায়। ঢাকায় ফিরবেন সহসা? নভেম্বরের দিকে একবার আসব। ইউরোপ ট্যুর আছে, ফলে ভিসা করাতে হবে। তখন হয়তো কিছুদিন থাকব ঢাকায়।
নতুন গান সেভাবে করছেন না বললেই চলে। নিয়মিত হওয়ার জন্য আরো সময় নেবেন? আমি যে ট্রমার মধ্যে আছি সেখানে থেকে আসলে গান করা যায় না। তার পরও ছেলেমেয়েগুলো নাছোড়বান্দা। ‘না’ করাটাও হয় না। ওদের অনুরোধে দু-একটা গানে কণ্ঠ দিচ্ছি। গানে নিয়মিত হওয়ার জন্য আমার আরো সময় লাগবে। কত দিন লাগবে সেটা সৃষ্টিকর্তা ভালো বলতে পারবেন। নিবিড় (শিল্পীর পুত্র) এখন কেমন আছেন? আগের চেয়ে ভালো। তবে পুরোপুরি সুস্থ হতে অনেক সময় লাগবে। চিকিৎসকরা নতুন কিছু পরীক্ষা দিয়েছেন, সেগুলো করছি। সব সময় আমার ছেলেটার জন্য দোয়া চেয়েছি। বিশ্বাস করি, সবার দোয়া আছে বলেই নিবিড় আমাদের মাঝে আছে। এখন ওর পুরোপুরি সুস্থ হয়ে ওঠাটা জরুরি। কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন এবার কানাডা গিয়ে নিবিড়কে দেখতে গিয়েছিলেন… এটা আমার কাছে অপ্রত্যাশিত ছিল না। একজন শিল্পীর দুঃসময়ে আরেকজন শিল্পী পাশে দাঁড়াবেন—এটাই তো অলিখিত নিয়ম। আমরা যাঁরা একসঙ্গে কাজ করেছি, করছি—তাঁরা সবাই তো একটা পরিবার। যখন সাবিনা আপা জানালেন, তিনি নিবিড়কে দেখতে আসবেন—খুব আনন্দ লেগেছিল। নিবিড়ও খুব খুশি হয়েছে। ২৩ আগস্ট থেকে অস্ট্রেলিয়ায় কয়েকটি কনসার্ট করার কথা। কানাডা থেকে দেশটিতে যাবেন কবে? আগামীকাল (আজ রবিবার) যাব। এরই মধ্যে টিকিট কনফার্ম হয়ে গেছে। ৭ সেপ্টেম্বর পর্যন্ত কনসার্টগুলো হবে। ৮ সেপ্টেম্বর আবার কানাডা ফিরে আসব। কনসার্টের জন্য প্রস্তুতি নিয়েছেন কেমন? আমি তো কানাডাতে। আমার মিউজিশিয়ানরা ঢাকা থেকে সরাসরি অস্ট্রেলিয়া আসবে। আসলে সব সময় আমি যে মিউজিশিয়ানদের নিয়ে কাজ করি এবারও তারা আছে। গত কয়েক দিন তারা প্র্যাকটিসও করেছে। ফলে চাপ লাগছে না। এবারের কনসার্টগুলোতে লাইভ সাউন্ড ব্যবহার করব। ঢাকা থেকে লাইভ সাউন্ডের ইঞ্জিনিয়ারও আসবেন অস্ট্রেলিয়ায়। ঢাকায় ফিরবেন সহসা? নভেম্বরের দিকে একবার আসব। ইউরোপ ট্যুর আছে, ফলে ভিসা করাতে হবে। তখন হয়তো কিছুদিন থাকব ঢাকায়।