শোনা যাবে না অমিতাভের ভরাট কণ্ঠ

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫

বলিউডে যদি গভীর, দরাজ ও ভরাট কণ্ঠের কথা ওঠে, তবে বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই সবার আগে মনে পড়ে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের নাম। তাঁর গম্ভীর ও প্রভাবশালী কণ্ঠ রূপালি পর্দার ইতিহাসে অন্যতম শক্তিশালী কণ্ঠ হিসেবে বিবেচিত। এমনকি ভারত সরকারও সচেতনতামূলক বার্তার কলার টিউনে ব্যবহার করেছে এই কিংবদন্তির কণ্ঠস্বর। তবে এখন থেকে আর শোনা যাবে না সেই পরিচিত কণ্ঠ। ভারতের কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে—অমিতাভ বচ্চনের কণ্ঠে রেকর্ড করা কলার টিউন আর ব্যবহার করা হবে না।

সাইবার অপরাধ, কোভিড সতর্কতা এবং স্বাস্থ্যসংক্রান্ত বার্তা ছড়িয়ে দিতে গত কয়েক বছর ধরে সরকারি মোবাইল নেটওয়ার্কে ব্যবহার করা হচ্ছিল বিগ বি–এর কণ্ঠে রেকর্ড করা কলার টিউন। ফোন করার সময় বাজত সেই পরিচিত বার্তা—‘সাইবার জালিয়াতি থেকে সাবধান থাকুন’, ‘ব্যক্তিগত তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না’—ইত্যাদি। প্রথমদিকে এই উদ্যোগ সচেতনতা তৈরিতে কার্যকর হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা অনেকের কাছে বিরক্তির কারণ হয়ে ওঠে। অনেকে অভিযোগ করেন, জরুরি সময়ে ফোন করার সময় এই দীর্ঘ কলার টিউন সংযোগে দেরি ঘটায়, যা পরিস্থিতিকে আরও চাপের করে তোলে।

সম্প্রতি অমিতাভ বচ্চন তাঁর এক্স (টুইটার) হ্যান্ডলে লেখেন, ‘হ্যাঁ, আমিও একজন প্রশংসক।’ এক নেটিজেন মজার ছলে রিপ্লাই দেন, ‘তাহলে ফোনে বারবার একই কথা শোনানো বন্ধ করুন।’ জবাবে অমিতাভ লেখেন, ‘আমি তো নিজে সেটা চালাই না, এটি সরকারের উদ্যোগ। আপনি চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারেন।’

এই কথোপকথন দ্রুত ভাইরাল হয়—কেউ তা হাস্যরস হিসেবে নেন, কেউ আবার মনে করেন বিরক্তিকর হয়ে ওঠা এমন উদ্যোগ বন্ধ করাই শ্রেয়। শেষ পর্যন্ত সব আলোচনা ও প্রতিক্রিয়ার পর ভারত সরকার সিদ্ধান্ত নেয়, অমিতাভ বচ্চনের কণ্ঠে রেকর্ড করা কলার টিউন আর প্রচার করা হবে না। পরিবর্তে এসব বার্তা ছড়ানোর জন্য নতুন বিকল্প পদ্ধতি নিয়ে ভাবা হচ্ছে।