তুরস্কে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৪

তুরস্কের দক্ষিনাঞ্চলীয় শহর ইজমিরের একটি রেস্তোরাঁয় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৬৩ জন।

এবিসি নিউজ ও ডেইলি মেইল অনলাইনের পৃথক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সিসিটিভি ফুটেজে বিস্ফোরণের দৃশ্যে দেখা যায়, রোববার (৩০ জুন) রেস্তোরাঁটিতে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারগুলো হঠাৎ বিস্ফোরিত হয়।এতে ঘটনাস্থলেই প্রাণ যায় ৫ জনের। বহুদূর পর্যন্ত বিকট আওয়াজ শোনা যাওয়ায় বেশ আতঙ্কও ছড়ায় ঘটনাটি।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের বেশ কিছু ভবন ও রাস্তা। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, খবর শোনা মাত্রই অভিযানে নেমেছে জরুরি বিভাগের সদস্যরা।

এ ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ। জানা যায়, রেস্টুরেন্টটিতে নতুন সিলিন্ডার স্থাপন করেছিলেন ওই ব্যক্তি। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত করছে পুলিশ।