রোহিতদের বিশ্বকাপ ট্রফি এখনো ভারতে যেতে দেয়নি হারিকেন ‘বেরিল’ প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৪ বৈশ্বিক টুর্নামেন্টে দীর্ঘ ১১ বছরের শিরোপাখরা ঘুচিয়ে গত শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। কিন্তু শিরোপা পুনরুদ্ধারের এক দিন পেরিয়ে গেলেও এখনো দেশে ফিরতে পারেননি রোহিত শর্মা-বিরাট কোহলিরা। দেশে ফেরা তো দূরে থাক, এখনো ওয়েস্ট ইন্ডিজ থেকে ভারতের উদ্দেশ্যে উড়ালই দিতে পারেননি রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে, হারিকেন ‘বেরিল’- এর প্রভাবে ঘূর্ণিঝড় হচ্ছে বার্বাডোজে। ঘূর্ণিঝড়টিকে ‘লেভেল ফোর’- এ অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ এটি অত্যন্ত বিপজ্জনক। এই অঞ্চলে জুনে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে লেভেল ফোর- মাত্রার ঝড় এর আগে কখনো দেখা যায়নি। স্থানীয় সময় রোববার রাতে (বাংলাদেশে আজ) এটি বার্বাডোজের ওপর দিয়ে অতিক্রম করবে। এর কেন্দ্রস্থল বার্বাডোজ থেকে প্রায় ৮০ মাইল দূরের দক্ষিণ উপকূলে। আশঙ্কা করা হচ্ছে, এ ঘূর্ণিঝড়ের প্রভাবে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার ছাড়াতে পারে। স্থানীয় আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বাতাসের সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে ঘণ্টায় ১৩০ মাইল বা ২০৯ কিলোমিটার। ভারত দল বর্তমানে হিলটন হোটেলে অবস্থান করছে। প্রাথমিকভাবে বার্বাডোজ থেকে নিউইয়র্ক হয়ে দেশে ফেরার কথা চিন্তা করেছিল ভারত দল। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে সে পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাণিজ্যিক বিমানের পরিবর্তে চাটার্ড বিমানে রোহিতদের দেশে ফেরানোর কথা ভাবছিল বিসিসিআই। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে ইতোমধ্যে বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে বার্বাডোজেই আটকে থাকতে হচ্ছে রোহিত-কোহলিদের। এদিকে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, দেশে ফেরার পর ভারত দলকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছেন তারা। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আপনাদের মতো আমরাও এখানে (বার্বাডোজে) আটকে আছি। আপাতত দেশে ফেরার রাস্তা পরিষ্কার হলে সংবর্ধনার ব্যাপারে ভাবব।’ SHARES ক্রিকেট বিষয়: ঘূর্ণিঝড়েরঝড়ভারত