জর্জিয়াকে দুঃস্বপ্ন উপহার দিয়ে শেষ আটে স্পেন প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৪ ফিফা র্যাংকিংয়ের ৭৪তম স্থানে জর্জিয়া। যা এবারের ইউরো টুর্নামেন্টের দলগুলোর মধ্যে সর্বনিম্ন। এছাড়া এই দলটা এবারই প্রথমবার খেলতে এসেছে ইউরোপের সর্বোচ্চ আসরে। আর প্রথমবারেই বাজিমাৎ। রোনালদোর পর্তুগালকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে নাম লেখায় উইলি সাগনোলের দল। পর্তুগালকে হারানো ছিল ইউরোর চলমান আসরে জর্জিয়ার প্রথম বাজিমাৎ। আর আজ কোয়ার্টার ফাইনালের পথে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে স্পেনের সাথেও বাজিমাৎ দিয়েই ম্যাচ শুরু করে জর্জিয়া। যেখানে গ্রুপ পর্বে টানা তিন জয়ে একটিও গোল হজম না করা স্পেন জর্জিয়ার কাছে গোল খেয়ে বসে ম্যাচের ১৮ মিনিটেই। তবে স্পেন-জর্জিয়া ম্যাচে ওই ১৮ মিনিটেই শেষ হাসি হেসেছিল জর্জিয়া। এরপর যে ম্যাচে জর্জিয়ার আর কোনো উপলক্ষই আসেনি। বরং জর্জিয়া ম্যাচটা ভুলে যেতেই চাইবে। এরপর যে উইলি সাগনোলের দলের উপর শুধু দুঃস্বপ্নই ভর করেছে। প্রথমার্ধের ৩৯ মিনিট থেকে শুরু এরপর ৫১, ৭৫ ও ৮৩ মিনিটে জর্জিয়ার জালে স্পেনের ৪ গোল। প্রথমবার ইউরো খেলতে আসা দলটার এমন ম্যাচ ভুলে না গিয়ে কি উপায় আছে? তারপরও জর্জিয়া বলতেই পারে প্রথমবার ইউরো খেলতে এসেই তারা দ্বিতীয় রাউন্ডে নাম লিখিয়েছে কিংবা দ্বিতীয় রাউন্ডে আসার আগে তারা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে হারিয়েছে। সে যাইহোক। আপাতত এটাই জরুরি খবর যে ১৮ মিনিটে স্পেন নিজেদের জালে নিজেরাই বল জড়ালেও শেষ পর্যন্ত দাপটের সাথেই জর্জিয়াকে এক হালি গোলে হারিয়েছে। শুধু হারিয়েছে কি, জর্জিয়াকে হারিয়ে ইউরোর শেষ আটেও চলে গেল ডে লা ফুয়েন্তের স্পেন। ইউরোর বাছাইয়েও স্পেন ও জর্জিয়া একে অপরের মুখোমুখি হয়েছিল। সেখানেও স্প্যানিশরা গোলের গোলের বন্যা বইয়ে দিয়েছিল। দুটি ম্যাচে ব্যবধান ছিল ১০-২! যেখানে অ্যাওয়ে ম্যাচে ৭-১ আর ঘরের মাঠে স্পেন জিতে যায় ৩-১ ব্যবধানে। ইউরোর এবারের আসরে স্পেন ছিল গ্রুপ অব ডেথ বলে বিবেচিত ‘বি’ গ্রুপে। যেখানে ক্রোয়েশিয়া, ইতালির মতো দলকে পেছনে ফেলে সবার আগে শেষ ষোলো নিশ্চিত করে তারা। উড়তে থাকা সেই স্পেনের কাছেই আজ অভিষেক আসর খেলতে নামা জর্জিয়া রীতিমতো উড়েই গেল। এদিন ম্যাচে স্পেন এতোটাই প্রভাব বিস্তার করে খেলেছে যেখানে কোনো পাত্তাই পায়নি জর্জিয়া। রীতিমতো একচেটিয়া একটা ম্যাচ উপহার দিয়েছে স্প্যানিশরা। পুরো নব্বই মিনিটের ম্যাচে এদিন স্পেনের জাল লক্ষ্য করে একটা শটও নিতে পারেনি জর্জিয়া। অপরদিকে জর্জিয়ার গোলপোস্টকে লক্ষ্য করে ১৩ টি শট নিয়েছে স্পেন। এছাড়া স্পেন গোলে শট নিয়েছে ৩৫ বার আর জর্জিয়া মাত্র ৪ বার। বল পজিশন কিংবা পাস কোনো বিভাগেই এদিন স্পেনের ধারের কাছে গা ঘেষতে পারেনি জর্জিয়া। সে যাইহোক! গ্রুপ পর্বে স্পেনের জালে বল জড়াতে পারেনি কেউই। ইতালি কিংবা ক্রোয়েশিয়ার মতো টিম যেটা পারেনি জর্জিয়া আজ সেটাই করে দেখিয়েছিল ম্যাচের ১৮ মিনিটে। হোক না আত্নঘাতী, তবুও গোল তো। শেষ পর্যন্ত একহালি গোলকে সংগী করে অভিষেক ইউরো মাতিয়েই বিদায় নিল জর্জিয়া। স্পেনের হয়ে ৩৯ মিনিটে রদ্রি সমতায় ফেরান। এরপর ৫১ মিনিটে ইয়ামালের পাস থেকে গোল করে স্পেনকে লিড এনে দেন ফ্যাবিয়ান রুইজ। ৭৫তম মিনিটে রুইজের পাস থেকে গোল করেন উইলিয়ামস। আর ম্যাচ শেষের সাত মিনিট আগে জর্জিয়ার কফিনে শেষ পেরেকটি ঢোকান অলমো। SHARES খেলাধুলা বিষয়: জর্জিয়াটুর্নামেন্টের