বিদেশি শিক্ষার্থীদের ভিসা ফি বাড়াল অস্ট্রেলিয়া

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৪

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের খরচ বাড়ানোর ঘোষণা আগেই এসেছে। এবার সেই খরচটা কত বাড়ানো হলো, তা জানিয়েছে দেশটির সরকার। বিদেশি শিক্ষার্থীদের খরচ বাড়িয়ে দ্বিগুণের বেশি করেছে দেশটি। আগে ভিসা ফি ছিল ৪৭৩ মার্কিন ডলার, এখন তা বেড়ে হয়েছে ১ হাজার ৬৮ ডলার।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, অস্ট্রেলিয়ায় অভিবাসী বেড়েই চলেছে। এত বেশি অভিবাসীর আবাসন ব্যবস্থা নিয়ে দেখা দিয়েছে সংকট। এ কারণে অ্যান্থনি আলবানেজ সরকার বেশ কয়েকবার অভিবাসী কমানোর ব্যাপারে আলোচনা করেছে। ঘোষণা দেওয়া হয়েছে খরচ বাড়ানোর।

এবার জানানো হলো, ১ জুলাই থেকে বিদেশি শিক্ষার্থীদের ভিসায় খরচ করতে হবে আগের চেয়ে দ্বিগুণের বেশি। এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি ভুক্তভোগী হতে পারে ভারতীয়রা। কেননা দেশটি থেকে অনেকেই অস্ট্রেলিয়া যান পড়াশুনা করতে। বাংলাদেশ থেকেও একটি বড় অংশ যান অস্ট্রেলিয়ায় পড়তে।

এ ছাড়া আরেকটি কঠোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। দেশটিতে অস্থায়ী ভিসা নিয়ে যারা গেছেন, তারা আর সেখানে থাকাবস্থায় স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন না। এ কারণে দেশটিতে থাকা হাজারো ভারতীয় সংকটে পড়ে যাবেন।

এ ব্যাপারে অস্ট্রেলিয়ার আবাসন ও সাইবার নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ক্লেয়ার ও’নেইল বলেন, ‘আজ (সোমবার) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হলো। এতে করে বিদেশি শিক্ষার্থীদের পড়াশুনায় নতুন ফরমেট আসবে। আর এর মাধ্যমে অভিবাসন খাতেও একটি স্থিতাবস্থা বিরাজ করবে বলে আশা করছি।’

গত মার্চে একটি জরিপ পরিচালনা করেছিল অস্ট্রেলিয়ান ব্যুরো অব স্ট্যাটিসটিকস। তাতে জানা যায়, বছরে গড়ে ৫ লাখ ৫০ হাজার বিদেশি যান দেশটিতে।