ঝড়বৃষ্টির সময় ফোন ব্যবহার কি ঝুঁকিপূর্ণ?

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৪

প্রচলিত আছে, খারাপ আবহাওয়ায় ফোন ব্যবহার করলে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যায়। তাই ঝড়বৃষ্টির সময় ফোন ব্যবহার নিয়ে অনেকের মধ্যে আতঙ্ক কাজ করে। তবে বজ্রপাতের সঙ্গে স্মার্টফোনের মতো ডিভাইসের কোনো সম্পর্ক নেই।

বিশেষজ্ঞরা জানান, ফাঁকা মাঠ ও গাছপালা আছে এমন জায়গায় সাধারণত বজ্রপাত হয়ে থাকে। এ ছাড়া বৈদ্যুতিক খুঁটি এবং বড় ধাতব কাঠামোর কাছে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বাড়িতে থাকলে এবং ডিভাইস ব্যবহার করলে বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে বজ্রপাতের সময় ছাদে বা রাস্তায় থাকলে ফোন ব্যবহার থেকে বিরত থাকা উচিত।

ঝড়বৃষ্টিতে ডিভাইসের সুরক্ষা
ঝড়বৃষ্টি, বজ্রপাতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখা জরুরি। এক্ষেত্রে কিছু নিয়ম মানলে ডিভাইস বেশি দিন ভালো থাকবে।

* ঝড়বৃষ্টির সময় ফ্রিজ, টিভি ও এসি বন্ধ রাখতে পারেন। সেই সঙ্গে মোবাইল ফোন ও ল্যাপটপের মতো ডিভাইস জানালা থেকে দূরে রাখুন।

* বজ্রপাতের সময় ফোন ব্যবহার বিপজ্জনক নয়। তবে ছাদ, রাস্তা ও অন্যান্য খোলা জায়গায় থাকলে ফোন ব্যবহার থেকে বিরত থাকুন।

* বজ্রপাতের সময় ল্যাপটপ ও স্মার্টফোনের মতো ডিভাইস চার্জ দেওয়া থেকে বিরত থাকুন। অনেক সময় খুব কাছে বজ্রপাত হলে এসব ডিভাইস ক্ষতিগ্রস্ত হতে পারে।

* ঝড়বৃষ্টির সময় ক্যাবল ও ইন্টারনেটের সংযোগ খুলে রাখতে পারেন। এ ছাড়া খারাপ আবহাওয়ায় রাউটার বন্ধ রাখার পরামর্শ দিয়ে থাকেন অনেকে।

তথ্যসূত্র: টাইমস নাউ, সিবিএস নিউজ