ঝড়ের কারণে ফেরেনি ভারত, জিম্বাবুয়ে সফরে ৩ ক্রিকেটার যুক্ত প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এখনও দেশে ফিরতে পারেনি ভারত। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঝড়ের কারণে রোহিত শর্মার দল আটকে আছে। এই দলের তিন ক্রিকেটার সাঞ্জু স্যামসন, যশস্বী জয়সাওয়াল ও শিবম দুবের জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা ছিল। তবে তারা না ফিরতে পারায় পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দু’টি ম্যাচের জন্য অন্য তিন জন ক্রিকেটারকে দলে নেওয়া হল। এরা হলেন হার্ষিত রানা, সাই সুদর্শন ও জীতেশ শর্মা। আগামী ৬ জুলাই থেকে শুরু হবে ভারতের জিম্বাবুযে সফর। এই সফরে মূলত তরুণদের সুযোগ দেওয়া হয়েছে। অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। আর সিরিজে বিশ্বকাপের দলে থাকা সাঞ্জু, যশস্বী ও দুবেকে রাখা হয়েছিল। বার্বাডোজের সময় অনুযায়ী ভারতীয় দল মঙ্গলবার সন্ধা ৬টায় দেশে ফেরার বিমান ধরবে। বুধবার রাতে দিল্লি ফিরতে পারে তারা। ফলে শনিবার জিম্বাবুয়ে গিয়ে খেলতে নামা কঠিন হবে সাঞ্জুদের জন্য। সেই কারণেই তাদের কিছু দিনের জন্য বিশ্রাম দিতে চাইছে বোর্ড। শেষ তিনটি ম্যাচের জন্য দলে যোগ দেবেন তারা। SHARES ক্রিকেট বিষয়: বিশ্বকাপভারতসফরে