অস্ট্রেলিয়ায় বাড়িতে আগুন লেগে ৩ শিশুর মৃত্যু প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৪ অস্ট্রেলিয়ার পশ্চিম সিডনিতে একটি বাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ মাস বয়সী মেয়ে শিশু এবং দুই ও চার বছরের দুটি ছেলে রয়েছে। স্থানীয় সময় শনিবার (৬ জুলাই) দিবাগত রাতে ফ্রিম্যান স্ট্রিটের একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে। এরপর ওই বাড়ি থেকে গুরুত্বর অবস্থায় ছেলে দুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। অস্ট্রেলিয়ান পুলিশ বলেছে, তারা এটিকে হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছে। নিহত তিন শিশুর পরিচয় আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়নি। এ ঘটনায় ৬ থেকে ১১ বছর বয়সী আরও চার শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তাদের অবস্থা এখন স্থিতিশীল। SHARES আন্তর্জাতিক বিষয়: অবস্থায়শনাক্তশিশু