স্যাম কারলিং: কে এই ‘বেবি অব দ্য হাউজ’? প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৪ যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে খুব অল্প ভোটের ব্যবধানে জয় পেয়েছেন ২২ বছর বয়সী এক তরুণ। অবশ্য তার বয়স নিয়ে ওয়েস্টমিনস্টারে কথা হোক, সেটা তিনি মোটেও চান না। বিবিসি লিখেছে, হাউস অব কমন্সের সর্বকনিষ্ঠ এই সদস্যকে অনানুষ্ঠানিকভাবে ‘বেবি অব দ্য হাউজ’ তকমা দেওয়া হয়েছে। নর্থ ওয়েস্ট কেম্বব্রিজশায়ার আসনে লেবার পার্টি থেকে জয়ী হয়েছেন স্যাম কারলিং নামের ওই তরুণ। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের এই স্নাতক কনজারভেটিভ পার্টির প্রবীণ এমপি শৈলেশ ভারাকে হারিয়েছেন মাত্র ৩৯ ভোটে। এই বিজয়কে ‘রাজনৈতিক ভূমিকম্প’ বলে বর্ণনা করে কারলিং বলেছেন, তিনি আশা করেন, জনপ্রতিনিধি হওয়ার দায়িত্বে আরো বেশি সংখ্যক তরুণ এগিয়ে আসবেন। “তারপর তারা পার্লামেন্ট এবং লোকাল কাউন্সিলে নিজেদের প্রতিনিধিত্ব দেখতে পাবে। এটা (রাজনৈতিক) অনীহা মোকাবেলায় সহায়তা করবে।” এর আগে ‘বেবি অব দ্য হাউজ’ ছিলেন লেবার পার্টিরই কিয়ার ম্যাথার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই গ্র্যাজুয়েট ২০২৩ সালে সেলবি অ্যান্ড এনস্টি আসন থেকে জয় পেয়েছিলেন। কেমব্রিজে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করা কারলিং বলছেন, তাকে এমপি হিসেবে দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। কিন্তু তিনি যখন ভোটারদের দোরগোড়ায় গিয়েছিলেন, তারা খুবই ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। “তারা বলেছিলেন, ‘এটা ভালো, আমাদের আরও বেশি সংখ্যক তরুণ দরকার’। অনলাইনে অল্পবয়সীদের নিয়ে অনেক কটূ কথা হয়, তবে সামনাসামনি পেলে মানুষ সাধারণত রোমাঞ্চিত হয়।” SHARES আন্তর্জাতিক বিষয়: ওয়েস্টমিনস্টারেজয়মোকাবেলায়