উরুগুয়ের হাসপাতালে আগুন লেগে মৃত ১০ প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৪ উরুগুয়ের রাজধানী থেকে প্রায় ২৯০ কিলোমিটার দূরে অবস্থিত ট্রেইনটা ওয়াই ট্রেস শহর। সেখানেই একটি হাসপাতালে রোববার আগুন লাগে। হাসপাতালটি খুব বড় নয়। সব মিলিয়ে ছয়টি ঘর। সেখানে অধিকাংশই প্রবীণ নাগরিকেরা ভর্তি ছিলেন। আচমকাই সেখানে আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় চারদিক। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ধোঁয়াতেই ১০ জন প্রবীণ নাগরিকের মৃত্য়ু হয়েছে। তাদের দেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে এক ২০ বছরের যুবক ছিলেন। তিনি সেখানে কাজ করতেন। আগুন লাগার পর তিনি পালিয়ে প্রাণে বেঁচেছেন। মনে করা হচ্ছে, হাসপাতালের বসার ঘরে আগুন লাগে। তবে কীভাবে আগুন লাগলো, তা এখনো অজানা। যে যুবক প্রাণে বেঁচেছেন, তিনি গ্য়ারেজের ভিতর দিয়ে বাইরে এসেছেন বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মৃতদের মধ্যে সাতজনের মৃত্য়ু হয়েছে ঘটনাস্থলেই। তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। SHARES আন্তর্জাতিক বিষয়: উরুগুয়েরহাসপাতালে