কম খরচে ঘরকে সাজিয়ে তুলুন প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৪ ঘর যদি সাজানো-গোছানো থাকে, তাহলে তা আপনাকে দিতে পারে মানসিক শান্তি। কিন্তু অধিকাংশ মানুষই মনে করে, ঘরবাড়ির গোছানো এবং নতুন করে সাজাতে প্রচুর অর্থের প্রয়োজন। অথচ অল্প খরচেই সাজিয়ে তুলতে পারেন আপনার ঘরের পরিবেশ। যা আপনার ঘরকে এনে দিবে নতুনত্ব। সেইসঙ্গে মিলবে আপনার সৃজনশীলতার পরিচয়। আসবাবের জায়গা বদল অনেক সময় জায়গা পরিবর্তনের ফলে ঘরে নতুনত্ব আসে। তাই ঘরের আসবাবপত্রগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় রেখে দেখতে পারেন। বাড়িতে থাকা মায়ের পুরোনো ট্রাংকটা রঙ করে দিতে পারেন, ড্রয়িংরুমে অলস পড়ে থাকা টি টেবিলটা শোওয়ার ঘরে বিছানার পাশে নিয়ে আসতে পারেন। কিংবা ঘরের এক কোণে বানিয়ে নিতে পারেন একটি নান্দনিক টি-কর্ণার। ঘরে সবুজের ছোঁয়া অল্প টাকায় ঘর সাজানোর দারুণ একটা উপায় হলো ঘরে ইনডোর প্ল্যান্ট রাখা। এতে বাতাস বিশুদ্ধ থাকবে, আবার সবুজের ছোঁয়ায় ঘরটাতে শান্তি শান্তি ভাব আসবে। এ ছাড়া জানালা, ঘরের কোণ, শোওয়ার ঘর এমনকি ওয়াশরুমেও কয়েকটি ইনডোর প্লান্ট রেখে দিতে পারেন। দেয়ালে শৈল্পিকতা ঘরে বড় কোনো দেয়াল ফাঁকা পড়ে থাকলে কেমন যেন একটা শূন্যতা বোধ হয়। ঘরের মাপ অনুযায়ী তাই দেয়ালে টাঙাতে পারেন শৈল্পিক পেইন্টিং। আবার চাইলে কম খরচে পছন্দমতো পারিবারিক ছবিও বাঁধিয়ে দেয়ালে টাঙাতে পারেন। এছাড়া ব্যবহার করতে পারেন ওয়ালপেপার। অনুপ্রেরণামূলক উক্তি বা প্রাকৃতিক দৃশ্য সম্বলিত প্রচুর ওয়ালপেপার আজকাল মার্কেটের পাশাপাশি অনলাইনেও পাওয়া যায়। আলো-আঁধারির খেলা মাঝে মাঝে আলো ঘরের মেজাজ পুরোপুরি বদলে দিতে পারে। ঘরের পুরোনো কিছু বাতি প্রতিস্থাপন করতে পারেন। এর জন্য ছোট থেকে মাঝারি আকৃতির ল্যাম্পশেড রাখতে পারেন। ল্যাম্পশেডের নকশা নিয়ে আজকাল বেশ নিরীক্ষা হচ্ছে। ঘরের যে কোণেই ল্যাম্পশেড রাখুন, মায়াবী আলোয় আপনার ঘর ভরে উঠবে তা নিশ্চিত। কুশন আর থ্রো-তে আরাম বসার ঘরের একরঙা সোফাটিতে বিপরীত রঙের দুটো কুশন রাখুন, শোওয়ার ঘরের রকিং চেয়ারে আলুথালুভাবে ফেলে রাখতে পারেন উলের কাজ করা সাদা একটি থ্রো। কর্মব্যস্ত দিন শেষে আরাম করে চেয়ারটায় গা এলিয়ে দিলে চট করে থ্রো-টা গায়ে জড়িয়ে নিতে পারবেন। এতে ঘরে সাদামাটা, হালকা রঙের আসবাবগুলোতে উজ্জ্বলতা আসবে। নিজেই করুন সব সময় যে বাজার থেকেই কিনে ঘর সাজাতে হবে, তা নয়। নিজেই বানিয়ে নিতে পারেন ঘরের নানা নান্দনিক পণ্য। স্টিলের পুরোনো আলমারিটাকে নিজেই রঙ করে নিতে পারেন। আবার রান্নাঘরের কাঁচের বয়ামগুলোকে ধুয়ে চকচকে করে তুলি দিয়ে এঁকে নিতে পারেন ফুলেল নকশা। একটি বাটিতে পানি দিয়ে তাতে রাখতে পারেন ভাসমান ফুল আর মোমবাতি। প্রতিদিন এমন সব সামান্য চেষ্টায় আপনার ঘর হয়ে উঠবে স্নিগ্ধ, আরামদায়ক। ভ্যান মার্কেটে ভরসা ঘর সাজানোর উপকরণ কিনতে সব সময় যে অন্যের দেখাদেখি দামি বা ব্র্যান্ডেড দোকানেই ছুটতে হবে তা নয়। আপনি ঘর সাজাবেন নিজের রুচি, সামর্থ্য ও শৌখিনতা অনুযায়ী। ভ্যান মার্কেটগুলোর আজকাল বেশ কদর তৈরি হয়েছে। মিরপুর হোপ মার্কেট, মোহাম্মদপুর কৃষি মার্কেট, খিলগাঁও তালতলা, উত্তরার বিভিন্ন জায়গায় এখন খুবই সাশ্রয়ী দামে ভ্যানে ঘর সাজানোর হরেক রকম জিনিস পাওয়া যাচ্ছে। তথ্যসূত্র- হিন্দুস্থান টাইমস SHARES লাইফস্টাইল বিষয়: ঘরবাড়িরমানসিক