হ্যাকিং ও তথ্য চুরির ঘটনা গোপন করেছিল ওপেনএআই প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৪ গত বছর হ্যাকিংয়ের শিকার হয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। হ্যাকার ওপেনএআইয়ের অভ্যন্তরীণ মেসেজিং সিস্টেমে ঢুকে কোম্পানির এআই প্রযুক্তির ডিজাইন সম্পর্কিত তথ্য চুরি করে। তবে তথ্য চুরির এই ঘটনা গোপন রাখে কোম্পানিটি। গত ৪ জুলাই মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদন অনুসারে, ওপেনএআইয়ের নির্বাহীরা গত বছর এপ্রিলে একটি বৈঠকে কর্মী এবং কোম্পানির বোর্ডকে তথ্য চুরির বিষয় অবহিত করেছিলেন। গ্রাহকদের সম্পর্কে কোনো তথ্য চুরি না হওয়ায় জনসমক্ষে খবরটি প্রকাশ করার প্রয়োজনীয়তা বোধ করেননি নির্বাহীরা। আমেরিকার সান ফ্রান্সিসকোভিত্তিক সংস্থাটি কোম্পানিটি হ্যাকিং সম্পর্কে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাকেও জানায়নি। কারণ, তাঁরা ঘটনাটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করেননি। প্রতিবেদনে আরও বলা হয়, হ্যাকিংয়ের ঘটনায় ওপেনএআইয়ের কিছু কর্মীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। কারণ কোনো বিদেশী সরকার কোম্পানির এআই প্রযুক্তি চুরি করলে তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। তবে এই হ্যাকারের সঙ্গে বিদেশী সরকারের কোনো সম্পর্ক নেই বলেও ধারণা করা হচ্ছে। SHARES তথ্য প্রযুক্তি বিষয়: ওপেনএআইচুরিরতথ্য