২২ বছর আগে নিখোঁজ, বরফ গলতেই বেরিয়ে এলো পর্বতারোহীর দেহাবশেষ প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৪ পেরুতে নিখোঁজের ২২ বছর পর এক আমেরিকান পর্বতারোহীর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে পর্বতের বরফ গলে তার মরদেহ উন্মুক্ত হয়। ২০০২ সালে পর্বতে ঘুরতে গিয়ে তুষারপাতে নিখোঁজ হন ৫৯ বছর বয়সী উইলিয়াম স্ট্যাম্পফ্ল। সোমবার (৮ জুলাই) পেরুর পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। ৬ হাজার ৭০০ মিটার উচ্চতার পেরুর হুয়াস্কারান পর্বতে আরোহণকারী দলের সাথে ঘুরতে গিয়ে নিখোঁজ হন তিনি। সে সময় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পেরুভিয়ান পুলিশ জানিয়েছে, পর্বতের চূড়া কর্ডিলেরা ব্লাঙ্কা রেঞ্জে বরফ গলে অবশেষে তার দেহাবশেষ উন্মোচিত হয়েছে। পুলিশ জানিয়েছে, স্ট্যাম্পফ্লের দেহ, জামাকাপড়, জোতা এবং বুটগুলো ঠাণ্ডায় ভালভাবে সংরক্ষিত ছিল। দেহাবশেষের সাথে থাকা তার পাসপোর্টও পাওয়া গেছে। পরে এটি তার মরদেহ শনাক্ত করতে সহায়তা করে। উত্তর-পূর্ব পেরুর হুয়াস্কারান এবং ক্যাশান পর্বত সারা বিশ্বের পর্বতারোহীদের কাছে বেশ জনপ্রিয়। সে সময় নিখোঁজ হওয়ার প্রায় এক মাস পর সেখানে একজন ইসরায়েলি হাইকারের মরদেহ পাওয়া যায়। সব শেষ গত মাসে একজন ইতালীয় পর্বতারোহী আরেকটি আন্দিয়ান চূড়া অতিক্রম করার চেষ্টা করার সময় পড়ে যায়। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। SHARES আন্তর্জাতিক বিষয়: কর্ডিলেরাজলবায়ুনিখোঁজ